Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খালে বিয়েবাড়ির বাস, মৃত ৫, আহত ১৫
Uttar Pradesh: পুলিশ জানিয়েছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ওই জেলারই মান্ডেলা গ্রামে ফিরছিল বাসটি। সে সময়ই একটি গাড়ি ধাক্কা মারে বাসে। এর জেরেই বিয়েবাড়ির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ।
লখনউ: বিয়ে বাড়ির লোকেদের নিয়ে রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাস পড়ে রাস্তার ধারে খালে। এর জেরে অন্তত পাঁচ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জালাউন জেলার মাধাওগড় থানা এলাকায়। রাত ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ওই জেলারই মান্ডেলা গ্রামে ফিরছিল বাসটি। সে সময়ই একটি গাড়ি ধাক্কা মারে বাসে। এর জেরেই বিয়েবাড়ির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। মৃতদের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
ঘটনা নিয়ে ওই জেলার পুলিশ সুপার ইরাজ রাজা বলেছেন, “বিয়ে বাড়ির বাসটি মান্ডেলা গ্রামে ফিরছিল। সে সময়ই গোপালপুরা গ্রামের কাছে একটি গাড়ি ধাক্কা মারে বাসে। এর জেরে রাস্তার ধারে খালে গিয়ে পড়ে বাসটি। পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ওরাই মেডিক্যাল কলেজে আহতরা চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতেরা হলেন, কুলদীপ (৩৬), রঘুনন্দন (৪৬), সিরোভান (৬৫), করণ সিং (৩৪) এবং বিকাশ (৩২)।
বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাড়ির ওই বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তার মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শনিবারই যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলে পড়েছিল বাস। সেই বিহার থেকে দিল্লিগামী এক বাস আগ্রার কাছে উল্টে গিয়েছিল। সেই ঘটনা প্রাণহানি না হলেও আহত হয়েছিলেন ৪ জন।