Mohammed Azharuddin: হায়দরাবাদ থেকেই নির্বাচনে লড়বেন আজহারউদ্দিন

Mohammed Azharuddin: নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস। বিআরএস-এর কার্যকরী সভাপতি কে.টি রামা রাও জানান, কেবল বিধানসভা নির্বাচনে বিআরএস নিরঙ্কুশ জয় পাবে না, লোকসভা নির্বাচনেও ১৭টি আসনই পাবে।

Mohammed Azharuddin: হায়দরাবাদ থেকেই নির্বাচনে লড়বেন আজহারউদ্দিন
মহম্মদ আজহারউদ্দিন।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 3:05 PM

হায়দরাবাদ: ২০২৪-এর লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটকে টেক্কা দিতে অবিজেপি শাসিত দলগুলি গড়ে তুলেছে ইন্ডিয়া জোট। এর মধ্যেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হল তেলঙ্গনায় (Telangana)। যদিও এই রাজ্যের শাসকদল BRS (ভারত রাষ্ট্র সমিতি) কোনও জোটেই নেই। তবে লোকসভা ভোটের আগে দক্ষিণের এই রাজ্য দখল করতে ঘুঁটি সাজাতে শুরু করে দিল কংগ্রেস। এবার চন্দ্রশেখর রাওয়ের দলের বিরুদ্ধে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তেলঙ্গনার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন আজাহার স্বয়ং (Mohammed Azharuddin)।

কংগ্রেস সূত্রে খবর, তেলঙ্গনা বিধানসভা নির্বাচনের লক্ষ্যে গত মাসেই ২৯ সদস্যের একটি কমিটি গঠন করেছিল কংগ্রেস। সেই তারপর দলের তরফেই দীর্ঘদিনের দলীয় কর্মী মহম্মদ আজহারউদ্দিনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করা হয়। সেই প্রস্তাবে সম্মতি আজহারউদ্দিন জানিয়েছেন বলে দলের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজহারউদ্দিন নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন। তিনি বলেন, “হায়দরাবাদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”

প্রসঙ্গত, দীর্ঘদিনের সক্রিয় কংগ্রেস কর্মী মহম্মদ আজহারউদ্দিন ২০১৯ সালে হাত শিবির ছেড়ে চন্দ্রশেখর রাওয়ের তৎকালীন দল টিআরএস-এ যাচ্ছেন বলে জল্পনা উঠেছিল। শুধু তাই নয়, তিনি লোকসভা নির্বাচনে টিআরএস-এর টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জল্পনা উঠেছিল। যদিও শেষ পর্যন্ত কোনও দলের টিকিটেই আজহার নির্বাচনে দাঁড়াননি। বরং সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে যান তিনি। তারপর অবশ্য ফের পুরানো দলেই স্বমহিমায় ফিরে আসেন এবং রাজ্যে দলের রাশ হাতে তুলে নেন। বর্তমানে তিনি তেলঙ্গনা প্রদেশ কংগ্রেসের সভাপতি। চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস-কে পরাজিত করতে মরিয়া কংগ্রেস। এই আবহে আজহারের সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০০৯ সালে কংগ্রেসে যোগ দেওয়ার পরই উত্তরপ্রদেশ থেকে লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয় পান।

যদিও নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিআরএস-এর কার্যকরী সভাপতি কে.টি রামা রাও জানান, কেবল বিধানসভা নির্বাচনে বিআরএস নিরঙ্কুশ জয় পাবে না, লোকসভা নির্বাচনেও ১৭টি আসনই পাবে।