G-20 Summit: দিল্লি কাঁপাবে বুগাটি-ল্যাম্বরগিনি-বেন্টলি! জি-২০ অতিথিদের জন্য নেপাল-দুবাই থেকে আসছে গাড়ি

Luxury Imported Cars: গাড়ির তালিকায় রয়েছে বুগাটি, বেন্টলি, পোর্সে, ভোক্সওয়াগন, ল্য়াম্বরগিনি, বিএমডব্লু ৫ সিরিজ, অডি, মার্সিডিজ ই-ক্লাস ও জিএলএস। এই গাড়িগুলির দাম ৭০ লক্ষ টাকা থেকে শুরু করে ২ কোটিরও বেশি।

G-20 Summit: দিল্লি কাঁপাবে বুগাটি-ল্যাম্বরগিনি-বেন্টলি! জি-২০ অতিথিদের জন্য নেপাল-দুবাই থেকে আসছে গাড়ি
জি-২০ সম্মেলনে নজর কাড়বে বিদেশি গাড়ি।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 1:54 PM

নয়া দিল্লি: আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরই রাজধানীতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের (G-20 Summit) আসর। এবার জি-২০ সভাপতিত্ব করছে ভারত। তাই সমস্ত বৈঠক ভারতেই হচ্ছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনের মূল বৈঠক হবে। এই সম্মেলনকে সবদিক থেকে সফল করতে চায় কেন্দ্রীয় সরকার। তাই ব্যবস্থায় কোনও খামতি রাখা হচ্ছে না। জি-২০ সম্মেলনে আমন্ত্রিতের তালিকায় আমেরিকা, ফ্রান্সের মতো দেশের রাষ্ট্রনেতারা যেমন রয়েছেন, তেমনই বহু হাই-প্রোফাইল ব্যক্তিত্বও রয়েছেন। দিল্লিতে তাদের যাতায়াতের জন্য বিদেশ থেকে গাড়ি (Imported Cars) আনাল কেন্দ্রীয় সরকার। বুগাটি থেকে শুরু করে ল্যাম্বরগিনি, অডি, বিএমডব্লু, মার্সিডিজ-কী নেই সেই লাক্সারি গাড়ির (Luxury Cars) তালিকায়!

জানা গিয়েছে, জি-২০ সম্মেলনে আমন্ত্রিতদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ লাক্সারি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। নেপাল থেকে আমদানি করা হয়েছে ১৫০০ গাড়ি। তার মধ্যে বুগাটি, ল্যাম্বরগিনি যেমন রয়েছে, তেমনই বিএমডব্লু, অডি, মার্সিডিজের দামি মডেলও রয়েছে।   

চালকদের জন্য় ইন্টার্ন:

শুধু দামি গাড়ি আমদানিই নয়। জি-২০ সম্মেলনের জন্য রাখা হয়েছে ইন্টার্নও। তাদের কাজ, গাড়ির চালকদের সাহায্য করা। জানা গিয়েছে, অতিথিদের জন্য আনা এই লাক্সারি গাড়িগুলি চালাবেন সিআরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানরা। এছাড়া সেনাবাহিনীকেও কিছু গাড়ি দেওয়া হবে। কিন্তু অধিকাংশ চালকই দিল্লির রাস্তার সঙ্গে সড়গড় না হওয়ায় এবং এই দামি গাড়িগুলির জিপিএস সিস্টেমের সঙ্গে অভ্যস্ত না হওয়ায়, তাদের সাহায্যের জন্য ইন্টার্ন রাখা হয়েছে।

কী কী গাড়ি আনা হচ্ছে?

রিপোর্ট অনুযায়ী, দিল্লির একটি গাড়ি ভাড়া দেওয়া সংস্থা নেপাল থেকে ২৫টি টয়োটা কমিউটার ভ্যান আমদানি করেছে। বুগাটি, ল্যাম্বরগিনির মতো দামি গাড়িগুলি আনানো হচ্ছে দুবাই থেকে। আকাশপথে সেই গাড়িগুলি আনা হবে। গাড়ির তালিকায় রয়েছে বুগাটি, বেন্টলি, পোর্সে, ভোক্সওয়াগন, ল্য়াম্বরগিনি, বিএমডব্লু ৫ সিরিজ, অডি, মার্সিডিজ ই-ক্লাস ও জিএলএস। এই গাড়িগুলির দাম ৭০ লক্ষ টাকা থেকে শুরু করে ২ কোটিরও বেশি।

কে কোন গাড়িতে চড়বেন?

জি-২০ সম্মেলনে আগত অতিথিদের জন্য ১২৫৮টি বিদেশি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ২৪২টি বাণিজ্য়িক ট্যাক্সি ও গোটা ভারতে রেজিস্ট্রার্ড লাক্সারি গাড়ি, ভলভো বাসও ভাড়া নেওয়া হয়েছে। এরমধ্যে বিদেশ থেকে আনানো গাড়ি-বাসে যাতায়াত করবেন অতিথি ও ডিউটিতে থাকা অফিসাররা। ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে রাজনৈতিক নেতাদের জন্য। এর তালিকায় রয়েছে কিয়া কার্নিভাল, ইনোভার মতো গাড়ি।

গাড়ির বিশেষ নিয়ম:

শুধু বিদেশ থেকে গাড়ি আমদানিই নয়, তা নিয়ে বিশেষ কিছু নিয়ম ও নির্দেশিকাও তৈরি করা হয়েছে। গাড়ির ভিতরে কোন পারফিউম স্প্রে হবে থেকে শুরু করে কী ব্রান্ডের টিস্যু থাকবে, যাবতীয় বিষয় ঠিক করে দেওয়া হয়েছে। জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা অতিথিদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে আসা, অনুষ্ঠানে নিয়ে যাওয়ার পাশাপাশি দিল্লির বিভিন্ন মার্কেটেও নিয়ে যাওয়া হবে কেনাকাটার জন্য।

কত খরচ পড়বে?

জি-২০ সম্মেলনে প্রতিদিন গাড়ির ব্যবস্থা করতেই কয়েক কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। বিদেশ থেকে আমদানি করা গাড়িগুলির এক একটির দৈনিক ভাড়াই ১০ হাজার টাকা থেকে শুরু করে ৭০ হাজার টাকা।