G20 Summit in Delhi Live: জি-২০ সামিটে প্রধানমন্ত্রী মোদীর বিশেষ মুহূর্তের ছবি একনজরে
G20 Summit 2023 Live Updates in Bangla: আজ শনিবার জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন। শুক্রবারই, নয়া দিল্লিতে পৌঁছেছেন রাষ্ট্রনেতারা। আজ সম্মেলনে দুটি পর্যায়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। থাকবে মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থাও।

নয়া দিল্লি: শুরু হয়ে গিয়েছে জি২০ শীর্ষ সম্মেলনের কাউন্টডাউন। শুক্রবারই, নয়া দিল্লিতে এসে পৌঁছেছেন জো বাইডেন থেকে ঋষি সুনক। সেজে উঠেছে নয়া দিল্লির প্রগতি ময়দানে সদ্য উদ্বোধন হওয়া ভারত মণ্ডপম। এখানেই হবে মূল সম্মেলন। প্রস্তুত রয়েছে রাজধানী এলাকার অভিজাত হোটেলগুলিও। সম্মেলনের পাশাপাশি হবে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক। এদিকে, শীর্ষ সম্মেলনকে ঘিরে নয়া দিল্লিতে কার্যত লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জি২০ শীর্ষ সম্মেলন সংক্রান্ত সকল খবরের আপডেট পেতে চোখ রাখুন এখানে।
LIVE NEWS & UPDATES
-
জি-২০-র মঞ্চ থেকেই চিনকে বড় বার্তা ইতালির
জি-২০ সামিটের মঞ্চ থেকেই বিআরআই প্রকল্প থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি-২০ সামিটেই চিনের BRI প্রকল্প থেকে বেরিয়ে আসার ইঙ্গিত ইতালির প্রধানমন্ত্রীর
-
জি-২০ সামিটে বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী
জি-২০ সামিটের শেষ দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়েছে। জি-২০ সামিটের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী, দেখুন ছবি
-
-
জার্মান চ্যান্সেলর-মোদী বৈঠক
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সুন্দর পৃথিবী গড়তে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা যেমন উঠে এসেছে এই বৈঠকে। তেমনই শক্তিক্ষেত্র এবং বাণিজ্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
Very good meeting with @Bundeskanzler @OlafScholz in Delhi. Thanked him for enriching the G20 Summit with his views. Also discussed how India and Germany can continue working together in clean energy, innovation and work towards a better planet. pic.twitter.com/g62rUXEVDc
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
-
তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুদেশের মধ্যে সিমেন্ট বাণিজ্য এবং পরিকাঠামোগত সহায়তার বিষয়ে কথা হয়েছে দুদেশের রাষ্ট্রনেতার।
Met President @RTErdogan. We talked about ways to further cement trade and infrastructure linkages between India and Türkiye. @trpresidency pic.twitter.com/XFIanwKKb7
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
-
কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
জি২০ সম্মেলনের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন দুই দেশের রাষ্ট্রনেতা।
Met PM @JustinTrudeau on the sidelines of the G20 Summit. We discussed the full range of India-Canada ties across different sectors. pic.twitter.com/iP9fsILWac
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
-
-
মোদী-ম্যাক্রোঁ বৈঠক
ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে লাঞ্চ মিটিং করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। এই বৈঠক নিয়ে ফরাসি ভাষাতেও একটি পৃথক পোস্ট করেছেন মোদী।
A very productive lunch meeting with President @EmmanuelMacron. We discussed a series of topics and look forward to ensuring India-France relations scale new heights of progress. pic.twitter.com/JDugC3995N
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
-
ব্রাজিলের প্রেসিডেন্টের হাতে গাভেল হস্তান্তর
ভারতে জি২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের বছর এই সম্মেলন হবে ব্রাজিলে। সে জন্য নয়াদিল্লির বৈঠকে জি২০-এর গাভেল ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার হাতে তুলে দেন মোদী।
#WATCH | G 20 in India | Prime Minister Narendra Modi hands over the gavel of G 20 presidency to the President of Brazil Luiz Inácio Lula da Silva. pic.twitter.com/ihEmXN9lty
— ANI (@ANI) September 10, 2023
-
জি২০ সম্মেলনের সমাপ্তি ঘোষণা
গত নভেম্বর মাস থেকেই ভারতে চলছে জি ২০ সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্তে এই সম্মেলনের বৈঠক হয়েছে। শনিবার ও রবিবার নয়াদিল্লিতে হল জি২০ সম্মেলনের রাষ্ট্রনেতাদের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৩০টি দেশের রাষ্ট্রনেতা। সেই বৈঠকে নয়াদিল্লির ঘোষণাপত্র সর্বসম্মতিতে গৃহীত হয়েছে। রবিবার বৈঠক থেকে জি২০ সম্মেলনের সমাপ্তির ঘোষণা করলেন মোদী। নভেম্বর মাসে এই সম্মেলনের পর্যালোচনা বৈঠক ভার্চুয়ালি করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই বৈঠকে সব দেশকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মোদী।
#WATCH | G 20 in India | Prime Minister Narendra Modi says, “…As you all know India has the responsibility of G20 presidency till November 2023. In these two days, all of you gave a lot of suggestions and placed proposals. It is our duty that the suggestions we have received be… pic.twitter.com/qvdoCyKnXq
— ANI (@ANI) September 10, 2023
-
G20 সম্মেলনে অসাধ্য সাধন শেরপা অমিতাভের
জি২০ সম্মেলনে নয়াদিল্লির ঘোষণাপত্র সর্বসম্মত হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শেরপা অমিতাভের কান্তে। দুই সহযোগীকে সঙ্গে নিয়ে নিরলস পরিশ্রম করে গিয়েছেন তিনি। ঘোষণাপত্র নিয়ে ঐক্যমতে পৌঁছতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন: ২০০ ঘণ্টার নিরলস পরিশ্রম! G20 সম্মেলনে অসাধ্য সাধন শেরপা অমিতাভের
অমিতাভ কান্ত।
-
পরবর্তী জি২০ সম্মেলন ব্রাজিলে
ব্রাজিলে অনুষ্ঠিত হবে পরবর্তী জি২০ বৈঠক। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা নয়াদিল্লিতে সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ব্রাজিলের সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
#WATCH | G 20 in India | President of Brazil, Luiz Inácio Lula da Silva says, “…The technical groups and the preparatory ministerial meetings will be hosted in several cities in all five regions of our country…I will be very much honoured to welcome you all to Rio de Janeiro… pic.twitter.com/0krldSEcfl
— ANI (@ANI) September 10, 2023
-
তৈরি হল গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স
ভারতের নেতৃত্বে একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স (জিবিএ)। জি২০ সম্মেলের ফাঁকেই ভারতের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ এই অ্যালায়েন্সে যোগ দিয়েছে। এর মধ্যে যেমন জি২০ অন্তর্ভুক্ত দেশ রয়েছে। তেমনেই রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী।
বিস্তারিত পড়ুন: জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তৈরি হল গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স
মোদীর নেতৃত্বে জিবিএ-র আত্মপ্রকাশ
-
প্রোটোকল ভাঙল বাইডেনের
এ যেন বজ্র আঁটুনির মাঝেও ফস্কা গেরো! মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তায় ত্রুটি। সাতসকালে হুলুস্থুলু পড়ে গেল রাজধানীতে। প্রোটোকল ভাঙল বাইডেনের কনভয়। মার্কিন প্রেসিডেন্টের যে গাড়িতে করে যাওয়ার কথা ছিল, তা পৌঁছে গেল অন্য হোটেলে। সেই হোটেলে আবার থাকছেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স! এর জেরে শোরগোল পড়ে যায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। চাঞ্চল্য ছড়ায় দিল্লির তাজ হোটেলে। আটক করা হয় ওই গাড়ির চালককে।
বিস্তারিত পড়ুন: US President’s Protocol Breach: সৌদি ক্রাউন প্রিন্সের হোটেলে হঠাৎ হাজির বাইডেনের কনভয়ের গাড়ি, নিরাপত্তা ঘিরে হুলুস্থুলু
-
শুরু হল জি-২০-র তৃতীয় অধিবেশন
শুরু হল জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন। “ওয়ান ফিউচার” শীর্ষক অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে চারাগাছ তুলে দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।
VIDEO | Indonesian President Joko Widodo and Brazilian President Luiz Inácio Lula da Silva give tree samplings to PM Modi during ‘One Future’, the third Session of G20 Summit at Bharat Mandapam.#G20India2023 #G20SummitDelhi pic.twitter.com/3nCm5wHYuX
— Press Trust of India (@PTI_News) September 10, 2023
-
ফিরে গেলেন বাইডেন
জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দিলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ দিন সকালে তিনি দিল্লি থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেন।

-
অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক ব্রিটিশ প্রধানমন্ত্রী
জি-২০ সম্মেলনের ফাঁকে দিল্লির অক্ষরধাম মন্দিরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী।
G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak and his wife Akshata Murthy at Delhi’s Akshardham temple.
(Source: Swaminarayan Akshardham’s Twitter) pic.twitter.com/I8dwecv7pk
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটের অনুষ্ঠান
#WATCH | G 20 in India: Heads of state and government and Heads of international organizations pay homage to Mahatma Gandhi and lay a wreath at Delhi’s Rajghat. pic.twitter.com/v4VhHsdxsD
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটে শ্রদ্ধার্ঘ সকল নেতার
দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
#WATCH | G 20 in India: Prime Minister Narendra Modi, US President Joe Biden, UK PM Rishi Sunak at Delhi’s Rajghat after paying homage to Mahatma Gandhi. pic.twitter.com/azaIS9d62L
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটে এলেন নাইজেরিয়া ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট
#WATCH | G-20 in India | Nigerian President Bola Ahmed Tinubu and President of Argentina, Alberto Fernández arrive at Delhi’s Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/dMiweVXAAq
— ANI (@ANI) September 10, 2023
-
সেজে উঠেছে রাজঘাট
G 20 in India | Visuals from Rajghat where G 20 leaders & other Heads of international organizations will pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/GThS3YEKtJ
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটে এলেন নেদারল্যান্ডে প্রধানমন্ত্রী
রাজঘাটে এলেন নেদারল্যান্ডে প্রধানমন্ত্রী মার্ক রুট।
#WATCH | G-20 in India: Netherlands Prime Minister Mark Rutte arrives at Delhi’s Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/k03zHcRpuy
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটে এলেন মিশরের প্রেসিডেন্ট
#WATCH | G-20 in India: Egypt’s President Abdel Fattah al-Sisi arrives at Delhi’s Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/ZONUrN0X87
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটে এলেন শেখ হাসিনা
রাজঘাটে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
#WATCH | Prime Minister of Bangladesh Sheikh Hasina arrives at Delhi’s Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/yR9GfQzhRp
— ANI (@ANI) September 10, 2023
-
এলেন ওমানের উপ-প্রধানমন্ত্রী
রাজঘাটে এলেন ওমানের উপ-প্রধানমন্ত্রী আসাদ বিন তারিক বিন তৈমুর আল।
#WATCH | G 20 in India | Deputy Prime Minister of Oman Asaad bin Tariq bin Taimur Al Said arrives at Delhi’s Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/HcCCdHOyYs
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটে এলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি আন্তেনিও গুতেরাস
রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে এলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গুতেরাস, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, বিশ্ব স্বাস্থ্য় সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্রেবেয়াসিস।
#WATCH | G 20 in India: UN Secretary-General António Guterres, World Bank President Ajay Banga, DG World Health Organization (WHO) Tedros Adhanom arrive at Delhi’s Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/4todkNKQ5f
— ANI (@ANI) September 10, 2023
-
রাজঘাটে এলেন আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরা
রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে এলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতিসুগু আসাকাওয়া, আইএমএফ-র ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিওরগিভা সহ জি-২০ সম্মেলনে আগত অন্যান্য অতিথিরা।
#WATCH | G 20 in India: President of Asian Development Bank Masatsugu Asakawa, Kristalina Georgieva, Managing Director of IMF and other leaders and delegates arrive at Delhi’s Rajghat to pay homage to Mahatma Gandhi and lay a wreath. pic.twitter.com/ufLtJIlNEf
— ANI (@ANI) September 10, 2023
-
কড়া নিরাপত্তা দিল্লি জুড়ে
আজ সকালে রাজঘাটে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে যাবেন জি-২০ সম্মেলনে আগত রাষ্ট্রনেতারা। তার আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি।
#WATCH | G 20 in India: Security tightened in the national capital in the wake of the G 20 Summit.
(Visuals from Shanti Van) pic.twitter.com/1WcSe66QkR
— ANI (@ANI) September 10, 2023
-
অক্ষরধামে পুজো দিতে গেলেন ঋষি সুনক
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হওয়ার আগেই, আজ সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিতে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
#WATCH | UK Prime Minister Rishi Sunak visits Delhi’s Akshardham temple to offer prayers. pic.twitter.com/0ok7Aqv3J9
— ANI (@ANI) September 10, 2023
-
সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক মোদী-কিশিদার
জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida)। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়। দুই রাষ্ট্রপ্রধানই বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে দুই দেশের মিলিত সহযোগিতার কথা বলেন। দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ক্ষেত্রেও সম্মতি প্রকাশ করেন মোদী-কিশিদা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন: PM Modi-Fumio Kishida: ‘সংযোগ-বাণিজ্যে বাড়াতে হবে সহযোগিতা’, দ্বিপাক্ষিক আলোচনা মোদী-কিশিদার
-
আমেরিকার সভাপতিত্ব নিয়ে আপত্তি চিনের
জি-২০ সম্মেলনের (G-20 Summit) শুরুতেই বাধল বিরোধ। আমেরিকার সভাপতিত্ব নিয়ে আপত্তি তুলল চিন (china)। আগামী ২০২৬ সালে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করার কথা আমেরিকার (USA)। তা নিয়েই গোসা চিনের। জি-২০ সম্মেলন শুরুর আগেই বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়, ২০২৬ সালে জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে আমেরিকা। জি-২০ সদস্যগুলি প্রতি বছর পালা করে সভাপতিত্ব গ্রহণ করে। ভারতের পর ২০২৪ সালে জি-২০ সভাপতিত্ব গ্রহণ করবে ব্রাজিল। তারপর ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা সভাপতিত্ব গ্রহণ করবে।
বিস্তারিত পড়ুন: G-20 Presidency: আমেরিকাই কেন প্রথম সুযোগ পাবে আবার? জি-২০ সভাপতিত্ব নিয়ে চিনের গোসা
-
জি-২০ সম্মেলনে খাবারের মেনুতে বাজরার পদের ছড়াছড়ির পিছনে অন্য একটি কারণও রয়েছে। ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে গৃহীত রয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে। ভারতই এই প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দিয়েই আন্তর্জাতিক মিলেট বর্ষ ঘোষণা করা হয়।
জি২০ সম্মেলনের মেনুতে বাজরার প্রাধান্য।
-
সর্বসম্মতিতে গৃহীত নয়াদিল্লির জি-২০ ঘোষণাপত্র
ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে উল্লেখিত হয়েছে একাধিক বিষয়। সেখানে যেমন ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট’-এর বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি নিয়েও বেশ কিছু লক্ষ্যের কথা বলা হয়েছে। এই কাজে উন্নয়নশীল দেশগুলিকে সাহায্যের কথাও বলা হয়েছে।
জি২০ সম্মেলনে মোদী।
-
সুনককে জড়িয়ে ধরলেন মোদী
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শনিবার সকালেই তিনি জি-২০-র সভাস্থল, প্রগতি ময়দানের ভারত মন্ডপমে আসেন। তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিস্তারিত পড়ুন: PM Modi-Rishi Sunak: জড়িয়ে ধরে সুনককে স্বাগত, মোদীকে ‘অত্যন্ত সহৃদয় ও আন্তরিক’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
-
বঙ্গ ভবনে মমতা-রাঘব চাড্ডার সাক্ষাৎ
বঙ্গ ভবনে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন আপ সাংসদ রাঘব চাড্ডা। জি-২০ সম্মেলনের নৈশভোজে যোগ দিতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
প্রথম পর্যায়ের আলোচনা নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী
সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়েছে জি ২০ শীর্ষ সম্মেলন। প্রথম পর্যায়ে আলোচনার পর হবে মধ্যাহ্নভোজ। বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য থাকছে এলাহি আয়োজন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, কী কী বিষয়ে আলোচনা হয়েছে প্রথম ধাপে।
Spoke at Session 1 of the G20 Summit on the subject of One Earth. Highlighted the need to further human centric development, which is also something Indian culture has always emphasised on.
It is with a spirit of One Earth that India has worked on initiatives such as LiFE… pic.twitter.com/lVB2OoBioI
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
-
G-20 তে স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন
আজ ভারতের জি ২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সব সদস্যের সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নকে জি ২০-র স্থায়ী সদস্য করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন: G-20 তে স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন, ‘মাইলস্টোন’ বলে বর্ণনা ভারতের
-
জো বাইডেনকে কোনারকের সূর্য মন্দিরের চাকার মাহাত্ম্য বোঝালেন মোদী
যে কনভেনশন সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই ভারত মণ্ডপমও সেজে উঠেছে বিশেষভাবে। আধুনিক সব ব্যবস্থার পাশাপাশি ভারতীয় সংস্কৃতির ছোঁয়া রয়েছে সর্বত্র। ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রনেতাদের প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানালেন, তার পিছনে আঁকা রয়েছে কোনারকের সূর্য মন্দিরের চাকা।
বিস্তারিত পড়ুন: জো বাইডেনকে কোনারকের সূর্য মন্দিরের চাকার মাহাত্ম্য বোঝালেন মোদী

-
প্রধানমন্ত্রীর নেমপ্লেটে দেশের নাম ‘ভারত’
রাষ্ট্রপতির দেওয়া আমন্ত্রণপত্রে কেন ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখা হল, তা নিয়েই জল্পনার সূত্রপাত। এবার জি ২০ শীর্ষ সম্মেলনের শুরুতেই আরও একধাপ এগোল ভারত।
বিস্তারিত পড়ুন: জি-২০-তে প্রধানমন্ত্রীর নেমপ্লেটে দেশের নাম ‘ভারত’, জল্পনাই কি তবে সত্যি?
জি ২০ সম্মেলনে মোদী
-
ভারতের প্রস্তাব অনুযায়ী জি ২০-র সদস্যপদ গ্রহণ করল আফ্রিকান ইউনিয়ন
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, ভারতে ৬০টির বেশি শহরে ২০০-র বেশি বৈঠক হয়েছে জি ২০ নিয়ে। তিনি জানিয়েছেন, ভারতের প্রস্তাব ছিল আফ্রিকান ইউনিয়নকে যাতে জি ২০-র সদস্যপদ দেওয়া যায়। সবার সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে আসন গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী মোদী।
-
‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রে এগিয়ে চলার বার্তা মোদীর
করোনা পরিস্থিতিতে যে বিশ্বাসের সঙ্কট তৈরি হয়েছিল, যুদ্ধে সেই ক্ষত আরও বড় হয়েছে। আমরা যদি করোনাকে হারাতে পারি, তাহলে এই সঙ্কটও আমরা কাটিয়ে উঠতে পারব। এটা সবাই একসঙ্গে মিলে চলার সময়। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রই আমাদের পরিচালিত করবে: প্রধানমন্ত্রী মোদী।
-
উদ্বোধনী ভাষণ প্রধানমন্ত্রীর
ভারতে শুরু হল জি ২০ শীর্ষ সম্মেলন শুরু হল আজ। শুরুতেই উদ্বোধনী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উল্লেখ করেছেন, দিল্লিতে আড়াই হাজার বছর পুরনো একটি স্তম্ভে লেখা রয়েছে মানবজাতির কল্যানের কথা। এই সম্মেলনে সেই বার্তা আরও বেশি বাস্তবায়িত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
-
রাষ্ট্রনেতাদের স্বাগত জানাচ্ছেন মোদী
সকাল সাড়ে ১০টায় প্রথম পর্যায়ের বৈঠক শুরু হবে জি ২০ শীর্ষ সম্মেলনে। তার আগে রাষ্ট্রনেতাদের স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে একে সম্মলন স্থলে উপস্থিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। উপস্থিত হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম প্রমুখ।
#WATCH | G 20 in India: United Kingdom PM Rishi Sunak arrives at Bharat Mandapam, arrives at the venue for G 20 Summit in Delhi’s Pragati Maidan. pic.twitter.com/EUVAtTTBIm
— ANI (@ANI) September 9, 2023
-
সম্মেলন স্থলে পৌঁছলেন মোদী
#WATCH | G 20 in India: Prime Minister Narendra Modi arrives at Bharat Mandapam in Pragati Maidan pic.twitter.com/HSINOgk8Vi
— ANI (@ANI) September 9, 2023
-
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পরই টুইট বাইডেনের
মোদীর সঙ্গে বৈঠকের পরই টুইটার তথা এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভাল লাগল।’ তিনি আরও উল্লেখ করেছেন, আমেরিকা ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যাতে আরও বেশি কাছাকাছি আসে, বাঁধন আরও পোক্ত হয়, সেটাই নিশ্চিত করা হবে।
বিস্তারিত পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পরই টুইট বাইডেনের, দিলেন সু-সম্পর্কের প্রতিশ্রুতি
Great seeing you, Mr. Prime Minister.
Today, and throughout the G20, we’ll affirm that the United States-India partnership is stronger, closer, and more dynamic than any time in history. pic.twitter.com/bEW2tPrNXr
— President Biden (@POTUS) September 8, 2023
-
আজ শীর্ষ সম্মেলনের প্রথম দিন
প্রতীক্ষিত সেই সম্মেলনের প্রথম দিন আজ। শনিবার সকালে সম্মেলনের জন্য বিশেষ ভাবে সাজানো কনভেনশন সেন্টার ভারতর মণ্ডপমে উপস্থিত হবেন রাষ্ট্রনেতা। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হল ‘ওয়ান আর্থ’। দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় হবে ‘ওয়ান ফ্যামিলি’। এর মধ্যে থাকছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। এছাড়া নৈশভোজের ব্যবস্থা থাকছে রাত ৮টায়।
-
ভারতে পা রেখেই মন্দির-দর্শনের ইচ্ছা প্রকাশ ঋষি সুনকের
প্রধানমন্ত্রী পদ পাওয়ার পর ভগবৎ গীতাকে রেখে শপথ নিয়েছিলেন তিনি। গত বছর জন্মাষ্টমীতে পরিবারকে সঙ্গে নিয়ে মন্দিরেও যেতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ভারতে এসেও মন্দির দর্শনের কথা বললেন তিনি।
বিস্তারিত পড়ুন: জন্মাষ্টমী পালন করা হয়নি এবার, ভারতে পা রেখেই মন্দির-দর্শনের ইচ্ছা প্রকাশ ঋষি সুনকের

-
মরিশাসের সঙ্গে বৈঠক নমো-র
মার্কিন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘দুই দেশ ৭৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে’, মোদীকে ধন্যবাদ মরিশাসের প্রধানমন্ত্রীর
-
জি-২০ সম্মেলনের আগে নমো-বাইডেন বৈঠক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের।
Prime Minister @narendramodi and @POTUS @JoeBiden are holding talks at 7, Lok Kalyan Marg in Delhi.
Their discussions include a wide range of issues and will further deepen the bond between India and USA. 🇮🇳 🇺🇸 pic.twitter.com/PWGBOZIwNT
— PMO India (@PMOIndia) September 8, 2023
-
বাইডেনের সঙ্গে বৈঠক মোদীর
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | G-20 in India: Prime Minister Narendra Modi and US President Joe Biden hold a bilateral meeting on the sidelines of the G-20 Summit, in Delhi pic.twitter.com/O83JkS3DOQ
— ANI (@ANI) September 8, 2023
Prime Minister Narendra Modi and US President Joe Biden are holding talks at 7, Lok Kalyan Marg in Delhi. Their discussions include a wide range of issues and will further deepen the bond between India and USA: PMO pic.twitter.com/FxZ7SwWhde
— ANI (@ANI) September 8, 2023
-
শেখ হাসিনার সঙ্গে বৈঠক মোদীর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেছেন মোদী। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী।
বিস্তারিত পড়ুন: ‘ফলপ্রসূ আলোচনা’, হাসিনার সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট মোদীর
নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর।
-
এলেন রাষ্ট্রপুঞ্জের প্রধান
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গাতেরাস।
#WATCH | G 20 in India | UN Secretary-General António Guterres arrives in Delhi for the G 20 Summit. pic.twitter.com/PsPP76fVv5
— ANI (@ANI) September 8, 2023
-
এলেন রাশিয়ার বিদেশমন্ত্রী
জি-২০ সম্মেলনে যোগ দিতে পারছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার বদলে ভারতে এলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ।
#WATCH | G 20 in India | Russian Foreign Minister Sergey Lavrov arrives in Delhi for the G 20 Summit. pic.twitter.com/LCH0DxgRfZ
— ANI (@ANI) September 8, 2023
-
আসলেন ওমানের সুলতান তারিক আল সইদ
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন হাইথাম বিন তারিক আল সইদ। বিশেষ নৃত্য পরিবেশনের মাধ্য়মে তাঁকে স্বাগত জানানো হয়।
#WATCH | G 20 in India | Oman PM and Sultan Haitham bin Tariq Al Said arrives in Delhi for the G 20 Summit pic.twitter.com/ttJlUkddcv
— ANI (@ANI) September 8, 2023
-
দিল্লিতে এলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল দানভে।
#WATCH | G 20 in India | South African President Cyril Ramaphosa arrives in Delhi for the G 20 Summit.
He was received by MoS for State for Railways, Coal and Mines, Raosaheb Patil Danve. pic.twitter.com/3OKiXtJVhi
— ANI (@ANI) September 8, 2023
-
দিল্লি পৌঁছলেন ফুমিও কিশিদা
জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
#WATCH | G 20 in India | Japanese Prime Minister Fumio Kishida arrives in Delhi for the G 20 Summit pic.twitter.com/9q5I0FhwHE
— ANI (@ANI) September 8, 2023
-
সস্ত্রীক ভারতে এলেন ঋষি সুনক
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী আকশাতা মূর্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে এটিই তাঁর প্রথম ভারত সফর। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে গিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী অশ্বীনী কুমার চৌবে।
#WATCH | G 20 in India | United Kingdom Prime Minister Rishi Sunak arrives in Delhi for the G 20 Summit.
He was received by MoS for Consumer Affairs, Food and Public Distribution, and Ministry of Environment, Forest and Climate Change Ashwini Kumar Choubey. pic.twitter.com/NIHgQ00P23
— ANI (@ANI) September 8, 2023
-
জি-২০-র আগেই কভার ছবি বদল মোদীর
জি-২০ সম্মেলনের জন্য় প্রগতি ময়দানের ভারত মন্ডপমের সামনে বসানো হয়েছে নটরাজের মূর্তি। জি-২০ সম্মেলনের আগেই সেই ছবি মাইক্রোব্লগিং সাইট এক্সের (টুইটারের নতুন নাম) কভার ছবি বদলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুকেও ছবি বদলে ফেলেছেন প্রধানমন্ত্রী।
-
দিল্লি এলেন শেখ হাসিনা
ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০ সম্মেলনে অতিথি দেশ হিসাবে আমন্ত্রিত বাংলাদেশ। আজ দুপুরেই দিল্লিতে অবতরণ করেন শেখ হাসিনা। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ও বস্ত্র মন্ত্রী দর্শনা জারদোস।
#WATCH | Bangladesh Prime Minister Sheikh Hasina arrives in Delhi for the G20 Summit.
She was received by MoS for Railways & Textiles Darshana Jardosh. pic.twitter.com/9DaZkYtEBO
— ANI (@ANI) September 8, 2023
-
সন্ধ্যাতেই তিনটি দ্বিপাক্ষিক বৈঠক মোদীর
মরিশাসে প্রধানমন্ত্রী কুমার জগনাউথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন – জি২০ শীর্ষ সম্মেলন শুরুর আগে, শুক্রবার সন্ধ্যায় তিন-তিনটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রচিটি বৈঠক ভারতের সঙ্গে সংশ্লিষ্ট দেশটির ‘সম্পর্ক পর্যালোচনা করার এবং উন্নয়নমূলক সহযোগিতাকে আরও জোরদার করার সুযোগ’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
This evening, I look forward to three bilateral meetings at my residence.
I will be meeting Mauritius PM @KumarJugnauth, Bangladesh PM Sheikh Hasina and @POTUS @JoeBiden.
The meetings will give an opportunity to review India’s bilateral ties with these nations and further…
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
-
মজনু কা টিলায় তিব্বতি বিক্ষোভ
চিনা প্রেসিডেন্ট শি জিনপিং না আসলেও, আসছেন চিনা প্রিমিয়ার লি কিয়াং। জি২০ শীর্ষ সম্মেলনের আগে তিব্বতে চিনা দখলদারির বিরুদ্ধে দিল্লির মজনু কা টিলা এলাকায় বিক্ষোভ দেখালেন ভারতে বসবাসকারী তিব্বতীরা।
#WATCH | The Tibetan community in Delhi stage a protest near Majnu Ka Tilla against the Chinese Government pic.twitter.com/SIbELQG0uj
— ANI (@ANI) September 8, 2023
-
ভারত মণ্ডপের অন্দরসজ্জা
শীর্ষ সম্মেলন শুরু প্রতীক্ষায় ভারত মণ্ডপম। দেখে নিন অন্দরের সাজসজ্জা।
#WATCH | G 20 in India | Bharat Mandapam at Pragati Maidan is all set to host the delegates coming for the G 20 Summit.
Latest visuals from the venue. pic.twitter.com/xixOZP1OSC
— ANI (@ANI) September 8, 2023
-
‘অপটিক্যাল টার্গেট লোকেটার’
প্রগতি ময়দানে জি২০ শীর্ষ বৈঠক স্থলে বসানো হয়েছে ডিআরডিও-র তৈরি ‘অপটিক্যাল টার্গেট লোকেটার’। কেউ স্নাইপার নিয়ে হামলা চালাতে গেলেও, তা ধরে ফেলবে এই যন্ত্র।
#WATCH | G 20 in India | DRDO-developed Optical Target Locator has been deployed at the G 20 Summit venue in Pragati Maidan for detection and location of commonly used active and passive surveillance devices. It can help in sanitising VIP areas by detecting Snipers: DRDO… pic.twitter.com/zLWkFmin4U
— ANI (@ANI) September 8, 2023
-
নয়া দিল্লিতে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন
কমোরোস ইউনিয়নের প্রেসিডেন্ট তথা আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন আজালি আসুমানিকে নয়া দিল্লিতে স্বাগত জানালেন রেলওয়ে, কয়লা ও খনি দফতরের রাষ্ট্রমন্ত্রি রাওসাহেব পাতিল দানভে।
#WATCH | President of the Union of Comoros and Chairperson of the African Union (AU), Azali Assoumani arrives in Delhi for the G20 Summit.
He was received by MoS for State for Railways, Coal and Mines, Raosaheb Patil Danve. pic.twitter.com/oEUI6gB57G
— ANI (@ANI) September 8, 2023
-
এসে গেলেন ইটালির প্রধানমন্ত্রী
ভারতে এসে পৌঁছলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে তাঁকে স্বাগত জানান।
#WATCH | G20 in India | Italian Prime Minister Giorgia Meloni arrives in Delhi for the G20 Summit.
She was received by MoS for State for Agriculture & Farmers’ Welfare, Shobha Karandlaje. pic.twitter.com/AVzEacceIw
— ANI (@ANI) September 8, 2023
-
১০,০০০ ফুট উচ্চতায় জি২০ উদযাপন
মাধ দ্বীপের বায়ুসেনা ঘাঁটির উইং কমান্জার গজানন্দ যাদব, ১০,০০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভের মাধ্যমে উদযাপন করলেন ভারতে জি২০ শীর্ষ সম্মেলন।
*#G20 Celebration* Wg Cdr Gajanand Yadava posted at Air Force Station Madh Island celebrated G20 summit in the blue sky. He skydived from 10000 feet with G20 handheld flag at Air Force Station Phalodi pic.twitter.com/wuToSLgBay
— C PRO South Western Air Command (@SWAC_IAF) March 7, 2023
-
১৫টি দ্বিপাক্ষিক বৈঠক
শনিবারই রাজধানীতে বসছে জি-২০ সম্মেলন। চরম কর্মব্যস্ততা জি-২০ সম্মেলন নিয়ে। তার মাঝেই একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দুইদিনের জি-২০ সম্মেলনের মাঝেই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন।
-
পৌঁছে গেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
দিল্লিতে পৌঁছে গেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তাঁকে স্বাগত জানালেন, ইস্পাত ও গ্রামীণ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাস্তে।
#WATCH | Argentina President Alberto Fernández lands in Delhi for the G20 Summit. pic.twitter.com/p4XurYSIUX
— ANI (@ANI) September 8, 2023
-
রওনা দিলেন বাইডেন
জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের উদ্দেশে রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
#WATCH | Washington DC: US President Joe Biden departs for India to attend the G20 Summit, scheduled to be held in Delhi from September 9 to 10.
(Source: Reuters) pic.twitter.com/MHCyU6ZDKI
— ANI (@ANI) September 7, 2023
-
আসছেন না স্প্যানিশ প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ
ফের ধাক্কা খেল জি২০ শীর্ষ সম্মেলন। আসতে পারছেন না স্পেনের প্রেসিডেন্ট পেডরো স্যাঞ্চেজ। বৃহস্পতিবার তাঁর কোভিড-১৯ ধরা পড়েছে। তাই শেষ মুহূর্তে সফর বাতিল করলেন তিনি। পরিবর্তে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো জি২০ সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।
-
কোন হোটেলে কে?
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন আইটিসি মৌর্য শেরাটন হোটেলে
- ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক থাকবেন শাংরি-লা হোটেলে
- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা থাকবেন ললিত হোটেলে
- ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ থাকবেন ক্লারিজেস হোটেলে
- ইম্পেরিয়াল হোটেল হতে চলেথে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের অস্থায়ী বাসভবন
- চিনা প্রতিনিধি দল থাকবে তাজ হোটেলে
-
জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা আসছেন শনিবার
অধিকাংশ রাষ্ট্রনেতা শুক্রবারই নয়া দিল্লিতে পৌঁছে যাচ্ছেন। তবে, জার্মানি এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা আসবেন ৯ সেপ্টেম্বর। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ আসবেন শনিবার সকাল ৮টায়।
-
কে কখন আসছেন?
- ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক: দুপুর ১.৪০
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা: দুপুর সাড়ে ১২টা
- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দুপুর ২.১৫
- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি: ভোর ৬.২০
- চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং: সন্ধ্যা ৭.৪৫
- সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট এইচএইচ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান: রাত ৮টা
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ: সন্ধ্যা ৬.১৫
-
শুক্র সন্ধ্যাতেই নয়া দিল্লিতে বাইডেন
শুক্রবার সন্ধ্যা ৬টা বেজে ৫৫ মিনিটে নয়া দিল্লিতে এসে পৌঁছবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
-
জি২০ শীর্ষ বৈঠকের সাফল্য কামনায় গঙ্গা আরতি রাজ্যপালের
জি২০ শীর্ষ বৈঠকের সাফল্য কামনা করে গঙ্গা আরতি করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকাল ৬টায় গোয়ালিয়া ঘাটে তিনি গঙ্গা আরতি করেন। সূত্রের খবর দুর্নীতি মুক্ত ও হিংসা মুক্ত বাংলা নির্মাণের কামনাও করেন তিনি। রাজ্যপালের ,সঙ্গে এদিন গঙ্গাঘাটে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট জন। তাঁদের মধ্যে ছিলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
-
অবরুদ্ধ নয়া দিল্লি এলাকা
ভোর পাঁচটা থেকে নয়া দিল্লি এলাকায় শুরু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ। নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে দিল্লিকে কয়েকটি আলাদা জোনে ভাগ করা হয়েছে। নয়া দিল্লি এলাকাকে ‘কন্ট্রোলড জোন ওয়ান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, রাইসিনা রোড এবং প্রগতি ময়দানের ভারত মন্ডপমমুখী মোট ১৬টি রাস্তা। যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি, অটো, ট্যাক্সি-সহ যাত্রী পরিবহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি, বন্ধ করা হয়েছে অনলাইন ডেলিভারি। শুধুমাত্র, মেডিকেল এমার্জেন্সি এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে সুনির্দিষ্ট ছাড়পত্র দেখিয়ে ছাড় পাওয়া হবে। চালু থাকছে মেট্রো পরিষেবা। কিন্তু, সুপ্রিম কোর্ট স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। নিউ দিল্লি এলাকার মধ্যের মেট্রো স্টেশনে অধিকাংশ গেট বন্ধ রাখা হচ্ছে।
Published On - Sep 08,2023 8:53 AM
