Gold in Rectum: মলদ্বারে ভরা রয়েছে সাড়ে পাঁচ কেজির সোনা! বের করতেই মাথায় হাত গোয়েন্দাদের
অতীতেও বিমানবন্দরের মাধ্যমে বিদেশ থেকে এ দেশে সোনা পাচারের একাধিক চেষ্টা ব্যর্থ করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা। কখনও নিজের শরীরে লুকিয়ে বা অন্য ভাবে পাচারের চেষ্টা চলেছে। তা বার বার ব্যথ হয়েছে গোয়েন্দা তৎপরতায়।
আহমেদাবাদ: গুজরাটের আমহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার কথা। পেস্ট হিসাবে সেই সোনা নিজের পায়ুদ্বারে লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। কিন্তু আধিকারিকদের কাছে সেই খবর ছিল। সেই মতো তাঁরা তল্লাশি চালায়। এতেই এক ব্যক্তির রেকটাম থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। এই পরিমাণ সোনার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে।
অতীতেও বিমানবন্দরের মাধ্যমে বিদেশ থেকে এ দেশে সোনা পাচারের একাধিক চেষ্টা ব্যর্থ করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা। কখনও নিজের শরীরে লুকিয়ে বা অন্য ভাবে পাচারের চেষ্টা চলেছে। তা বার বার ব্যথ হয়েছে গোয়েন্দা তৎপরতায়।
এই অর্থবর্ষে এখনও পর্যন্ত ১০০ কেজি সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। রেভিনিউ সার্ভিসের অফিসাররা পাচারের অভিযোগে প্রচুর পাচারকারীকে গ্রেফতারও করেছে।