Lata Mangeshkar Passes Away : ‘কোকিল কন্ঠীর’ প্রয়াণে দু’দিন রাষ্ট্রীয় শোক জ্ঞাপনের ঘোষণা কেন্দ্রের

Two Day National Mourning : লতা মঙ্গেশকরের প্রয়াণে দু'দিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা কেন্দ্রের।

Lata Mangeshkar Passes Away : 'কোকিল কন্ঠীর' প্রয়াণে দু'দিন রাষ্ট্রীয় শোক জ্ঞাপনের ঘোষণা কেন্দ্রের
‘সত্যম শিবম সুন্দরম’- এর চিত্রনাট্য তাঁকে ভেবেই লিখেছিলেন রাজ কাপুর। রাজ কাপুর চেয়েছিলেন মুখ্য ভূমিকায় অভিনয় করুক লতা। কিন্তু রাজি হননি তিনি। তারপর ৮০-এর দশকে যখন ছবিটি পুনরায় তৈরির কথা ওঠে, জিনাত আমান অভিনয় করেন ওই সিনেমায়। তবে মাত্র পাঁচ বছর বয়সেই বাবা দীননাথ মঙ্গেশকরের মারাঠি নাটক ‘সংগীত নাটক’-এ অভিনয় করেন লতা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 12:19 PM

নয়া দিল্লি : রবিবারের সকালে রবির উদয় হল না সঙ্গীত জগতে। সঙ্গীত জগতকে একা করে চলে গেলেন সুর সম্রাজ্ঞী। সরস্বতী বিসর্জনের দিন বিদায় নিলেন জ্যান্ত সরস্বতী। সঙ্গীত মহলে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিন জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ‘ভারতের নাইটিঙ্গল’ নামে পরিচিত লতা মঙ্গেশকর মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২।

সরকারি সূত্র জানিয়েছে, “লতা মঙ্গেশকরের স্মরণে ৬ এবং ৭ ফেব্রুয়ারি এই দুই দিন জাতীয় শোক পালন করা হবে। শ্রদ্ধার চিহ্ন হিসাবে দুই দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।” শুধু সঙ্গীত মহল বা শিল্পী মহল নয় কোকিল কন্ঠীর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহল তথা গোটা দেশে। লতা মঙ্গেশকারের প্রয়াণে টুইট করে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইট বার্তায় জানিয়েছেন, “আমি লতাদিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলেই মনে করি। তার সঙ্গে আমার কথোপকথন অবিস্মরণীয় থাকবে। লতাদিদির প্রয়াণে আমি ও গোটা ভারত শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।”

গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯২ বছরের কোকিলকণ্ঠী। সঙ্গে নিউমোনিয়া ধরা পড়ে। পরিবার একেবারেই ঝুঁকি নিতে চায়নি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতাকে। ২৭ দিন ধরে সেখানে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয় লতাকে। চিকিৎসায় ধীরে ধীরে উন্নতিও হচ্ছিল তাঁর। তারপর ভেন্টিলেশন থেকেও বের করে আনা হয় তাঁকে। কিন্তু ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না। করোনা কেড়ে নিল সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র। লতা মঙ্গেশকরের মৃতদেহ শ্রদ্ধার জন্য দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে তাঁর পেদ্দার রোডের বাসভবন প্রভুকুঞ্জে স্থানান্তরিত করা হবে। পরে বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁর মৃতদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে নিয়ে যাওয়া হবে। শিবাজি পার্কে তাঁর মৃতদেহ দাহ করা হবে।

তাঁর সাত-দশক-দীর্ঘ কর্মজীবনে, লতা মঙ্গেশকর সঙ্গীত জগতকে অনেক উপহার দিয়েছেন। যেমন আয়ে মেরে ওয়াতান কে লোগো, লাগ জা গেল, ইয়ে কাহান আগ হ্যায় হাম এবং পেয়ার কিয়া তো ডরনা কেয়া ইত্যাদি। তাঁর ব্যতিক্রমী প্রতিভার জন্য, তিনি ভারতরত্ন, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা