Ram Rahim: বড় স্বস্তি পেলেন রাম রহিম, কারাদণ্ড থেকে পেলেন ‘মুক্তি’

Ram Rahim Case: ২০২১-এর ১৮ অক্টোবর পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে। সেই মামলায় মুক্তি পেলেন রাম রহিম। ২০১৭ সালে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিত রাম রহিমকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছিল এবং তাঁকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল।

Ram Rahim: বড় স্বস্তি পেলেন রাম রহিম, কারাদণ্ড থেকে পেলেন 'মুক্তি'
রাম রহিমImage Credit source: twitter
Follow Us:
| Updated on: May 28, 2024 | 1:03 PM

পাঞ্জাব: ২২ বছরের পুরনো মামলায় স্বস্তি পেলেন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। খুনের মামলায় তাঁকে মুক্তি দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। রঞ্জিৎ সিং হত্যা মামলায় মুক্তি পেয়েছেন রহিম। ওই মামলায় সিবিআই আদালত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট। রাম রহিম সহ আরও পাঁচজনকে বেকসুর খালাস করেছে আদালত। ওই মামলায় ২০২১ সালে সিবিআই আদালত রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়।

খুনের ঘটনাটি ২০০২ সালের। ওই বছরের ১০ জুলাই কুরুক্ষেত্র জেলার খানপুর কোলিয়ান গ্রামে একটি ক্ষেতের কাছে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে রঞ্জিৎ সি-কে। খুনের অভিযোগ সেই সময় নেওয়া হয়নি বলে দাবি করে তাঁর পরিবার। তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। পরে হাইকোর্ট তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয়।

২০২১-এর ১৮ অক্টোবর পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে। সেই মামলায় মুক্তি পেলেন রাম রহিম। ২০১৭ সালে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিত রাম রহিমকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছিল এবং তাঁকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। পরে ২০১৯ সালে একই সিবিআই আদালত তাঁকে সিরসার সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। গত কয়েক বছর ধরেই জেলেই রয়েছেন রাম রহিম। কয়েকবার প্যারোলে জেলের বাইরে বেরিয়েছেন তিনি।

এদিন আরও যাঁদের মুক্তি দেওয়া হল, তাঁরা হলেন, অবতার সিং, কৃষাণ লাল, জসবীর সিং ও সবদিল সিং। মামলা চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়েছে।