High Alert: ইজরায়েল-হামাস যুদ্ধে হঠাৎ ‘হাই অ্যালার্ট’ জারি হল দিল্লি-মহারাষ্ট্র-গোয়াতে
Israel-Hamas War: ইজরায়েল ও হামাস বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেইঅপ্রীতিকর ঘটনা রুখতে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি-সহ অনেক দেশেই ইহুদি ও প্যালেস্তাইন-পন্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার ভারতেও ইহুদি গোষ্ঠীর আধিক্য যেখানে, সেই সমস্ত রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হল।
নয়া দিল্লি: ইজরায়েল-হামাস যুদ্ধের জের! দিল্লিতে আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার মহারাষ্ট্র (Maharashtra), গোয়া (Goa)-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে জারি করা হল ‘হাই অ্যালার্ট’। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর খবরের ভিত্তিতেই শুক্রবার বিভিন্ন রাজ্যে ‘হাই অ্যালার্ট’ (High alert) জারি করা হয়েছে। এছাড়া শুক্রবারের প্রার্থনার সময় অপ্রীতিকর ঘটনা রুখতে নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইজরায়েল-হামাসের যুদ্ধের প্রভাব পড়তে পারে অন্যান্য দেশেও। মধ্য প্রাচ্যের এই যুদ্ধের সুযোগে ভারতেও অসামাজিক কার্যকলাপের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। তাই ইজরায়েলের দূতাবাস, ইহুদিদের ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া রাজধানী দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। এদিন দিল্লির রাস্তাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
সূত্রের খবর, দেশের যে সমস্ত প্রান্তে ইহুদিদের বাস বেশি, সেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। তাই মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ও গোয়ায় ইজরায়েলি কূটনীতিক, কর্মী ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, ইজরায়েল ও হামাস বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদি ও প্যালেস্তাইন-পন্থীরা নিশানা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি-সহ অনেক দেশেই ইহুদি ও প্যালেস্তাইন-পন্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার ভারতেও ইহুদি গোষ্ঠীর আধিক্য যেখানে, সেই সমস্ত রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হল।