করোনায় মৃত্যু বাবার, জামিন পেলেন সিএএ বিরোধী আন্দোলনকারী নাতাশা নারওয়াল

যদিও নাতাশা (Natasha Narwal)-কে ৫০ হাজার টাকা বন্ডে এই জামিন দিয়েছে আদালত। তাছাড়া তাঁর ফোন নম্বর দিতে হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও রোহতক পুলিশকে।

করোনায় মৃত্যু বাবার, জামিন পেলেন সিএএ বিরোধী আন্দোলনকারী নাতাশা নারওয়াল
সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারী নাতাশা নরওয়াল
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2021 | 4:24 PM

নয়া দিল্লি: করোনা (Corona)-য় মৃত্যু হয়েছে বাবার। তাই তাঁর শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেলেন সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্রী নাতাশা নারওয়াল (Natasha Narwal)।

রবিবার করোনায় মত্যু হয় জেএনইউর ছাত্রী তথা ‘পিঁজরা তোড়’ আন্দোলনের সক্রিয় সদস্য নাতাশার বাবা মহাবীর নারওয়ালের। এই প্রেক্ষিতে সোমবার ইউএপিএ (UAPA) আইনে গ্রেফতার হওয়া নাতাশার তিন সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।

গত বছরের মে মাসে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে জড়িত জেএনইউ-এর দুই পড়ুয়াকে গ্রেফতার করে অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ। টানা তিন ঘণ্টা জেরার পরে দেবাঙ্গনা কলিতা এবং নাতাশা নারওয়াল নামে দুই ছাত্রীকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিহাড় জেলে বন্দী রয়েছেন নাতাশা। পরিবারের দাবি, বাবার মৃত্যুর আগে পর্যন্তও নাতাশা কথা বলার অনুমতিটুকুও পাননি।

নাতাশার বাবা মহাবীর নারওয়াল সিপিএমের সিনিয়র সদস্য ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই-কে নাতাশার পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে মেয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু অনুমতি মেলেনি।

এই প্রেক্ষিতে সোমবার দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, যে হাসপাতালে মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেখানেই তাঁর মরদেহ রয়েছে। তাঁর শেষকৃত্য সম্পন্নের জন্য পরিবারের আর কেউ নেই। নাতাশার ভাই আকাশও করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন। এই সমস্ত দিক পর্যালোচনা করে ইউএপিএ আইনে ধৃত নাতাশার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন: ১ বছরের বেতন দান প্রদ্যোত কিশোরের, প্রধানমন্ত্রীর সাহায্যের প্রতিশ্রুতির কথা জানালেন বিপ্লব দেব 

যদিও নাতাশাকে ৫০ হাজার টাকা বন্ডে এই জামিন দিয়েছে আদালত। তাছাড়া তাঁর ফোন নম্বর দিতে হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও রোহতক পুলিশকে। শর্ত রয়েছে এই সময় কোনও টুইট করতে পারবেন না তিনি। এই তিন সপ্তাহ তাঁকে ‘রেডিও সাইলেন্স’ থাকার নির্দেশ আদালতের।