Himachal Government: এক কন্যাসন্তানের অভিভাবকেরা ২ লক্ষ টাকা পাবেন, ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
Sex Ratio: রাজ্যে লিঙ্গ বৈষম্য দূর করতে তৎপর সুখবিন্দর সিংয়ের সরকার। তাই হিমাচল প্রদেশের যে সমস্ত জেলার লিঙ্গ অনুপাত ভাল রয়েছে, সেই জেলাগুলিকে পুরস্কৃতও করেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এই জেলাগুলির মধ্যে রয়েছে, চম্বা, সিমলা এবং মান্ডি।
সিমলা: সমাজ উন্নত হয়েছে। বর্তমানে মেয়েরা ঘর সামলানো থেকে শুরু করে রাজ্য, দেশ পর্যন্ত চালাচ্ছে। যুদ্ধবিমানেও সওয়ার হয়েছে। কিন্তু, এখনও সমাজের একাংশের মধ্যে লিঙ্গ-বৈষম্য, কন্যা-সন্তান থেকে নারীজাতির প্রতি অবহেলার মানসিকতা বিদ্যমান। আজও অনেক জায়গায় কন্যাভ্রুণ হত্যা থেকে সদ্যোজাত মেয়েদের ত্যাগ করার ঘটনা ঘটে। যদিও কন্যাভ্রুণ হত্যা-রোধে সরকার ভ্রুণের লিঙ্গ নির্ধারণ বেআইনি ঘোষণা করেছে। এবার কন্যা সন্তানের প্রতি অবহেলা ঠেকাতে বিশেষ পদক্ষেপ করল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সরকার। এক কন্যা সন্তানের অভিভাবকদের জন্য বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (CM Sukhvinder Singh Sukhu)।
এবার এক কন্যা সন্তানের অভিভাবক হলে সরকার এককালীন ২ লক্ষ টাকা দেবে। বৃহস্পতিবার সিমলায় এক সরকারি অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। ইন্দিরা বালিকা সুরক্ষা যোজনার অধীনেই এক কন্যা সন্তানের অভিভাবকদের ভাতা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিষয়টি জানিয়ে টুইটও করেছেন তিনি।
রাজ্যে লিঙ্গ বৈষম্য দূর করতে তৎপর সুখবিন্দর সিংয়ের সরকার। তাই হিমাচল প্রদেশের যে সমস্ত জেলার লিঙ্গ অনুপাত ভাল রয়েছে, সেই জেলাগুলিকে পুরস্কৃতও করেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এই জেলাগুলির মধ্যে রয়েছে, চম্বা, সিমলা এবং মান্ডি।
লিঙ্গ বৈষম্য দূর করার পাশাপাশি জন্মহার নিয়ন্ত্রণের উপরেও বিশেষ নজর রয়েছে হিমাচলের মুখ্যমন্ত্রীর। তাই যে অভিভাবকেরা দুই কন্যা সন্তানের পর আর সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদেরও আর্থিক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি জানান, দুই কন্যা সন্তানের পর আর সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাঁরা, তাঁদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
রাজ্যে লিঙ্গ অনুপাতের হার আগের তুলনায় ভাল হয়েছে এবং কন্যাভ্রুণ হত্যা রোধে তাঁর সরকার অনেকটাই সফল বলে জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।