Child Murder in Goa: এত কিসের রাগ যে নিজের সন্তানকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেললেন CEO?

Child Murder in Goa: জানা গিয়েছে, ভেঙ্কট রামণের সঙ্গে সূচনার বিয়ে হয়েছিল ২০১০ সালে। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কে চিড় ধরে। তার মধ্যেই এই ঘটনা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে ৪ বছরের ওই শিশুকে। মহিলার হাতে কোনও অস্ত্র ছিল না, বালিশ বা ওই জাতীয় কিছু দিয়েই খুন করা হয়েছে বলে দাবি চিকিৎসকদের।

Child Murder in Goa: এত কিসের রাগ যে নিজের সন্তানকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেললেন CEO?
সূচনা শেঠImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 11:28 AM

পানাজি: নিজের সন্তানকে খুন করে ব্যাগে দেহ ভরে ট্যাক্সিতে চেপে পালাচ্ছিলেন মহিলা। গোয়ার এই ঘটনা শিউরে ওঠার মতো। এক প্রযুক্তি সংস্থার সিইও সূচনা শেঠ, কেমন এমন ঘটালেন? চার বছরের সন্তানকে কেন খুন করতে উদ্যত হলেন তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে ওই মহিলার। সন্তানের সঙ্গে বাবার কবে দেখা হবে, তা নিয়ে আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। তারপরই এমন ঘটনা। ছেলের সঙ্গে বাবার সাক্ষাৎ নিয়েই কি এত রাগ? কীভাবে খুন করা হয়েছিল ওই একরত্তি ছেলেকে, সেই তথ্যও সামনে এসেছে ময়নাতদন্তের পর।

উত্তর গোয়ার পুলিশ সুপার নিধিন ভালসান জানিয়েছেন, সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছে, প্রতি রবিবার করে তাঁর স্বামীর সঙ্গে তাঁর সন্তানের দেখা হবে। কিছুদিনের মধ্যেই তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া শেষ হওয়ার কথা। পুলিশের দাবি, স্বামী ও সন্তানের দেখা হওয়া নিয়ে আপত্তি ছিল সূচনার। সেই রাগেই সম্ভবত খুন করা হয়েছে।

জানা গিয়েছে, ভেঙ্কট রামণের সঙ্গে সূচনার বিয়ে হয়েছিল ২০১০ সালে। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্কে চিড় ধরে। তার মধ্যেই এই ঘটনা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে ৪ বছরের ওই শিশুকে। মহিলার হাতে কোনও অস্ত্র ছিল না, বালিশ বা ওই জাতীয় কিছু দিয়েই খুন করা হয়েছে বলে দাবি চিকিৎসকদের।

জানা গিয়েছে, গত শনিবার ছেলেকে নিয়ে উত্তর গোয়ার ক্যান্ডোলিমে একটি হোটেলে উঠেছিলেন সূচনা শেঠ নামে ওই মহিলা। সোমবার সেই হোটেল থেকে বেরিয়ে যান তিনি। হোটেলেরই এক কর্মীকে একটি ট্যাক্সি ডেকে দিতে বলেন বেঙ্গালুরু নিয়ে যাওয়ার জন্য। ট্যাক্সি এলে ওই মহিলা ব্যাগ নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।