Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PMLA Case: বাজেয়াপ্ত হওয়া সামগ্রী কখন ফেরত দিতে হবে ইডিকে, শর্ত বলে দিল হাইকোর্ট

ED: একটি তদন্তে মহেন্দর কুমার খান্দেলওয়ালের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। অতীতে আদালত ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি অভিযানের সময় বাজেয়াপ্ত করা সামগ্রী রেখে দেওয়ার জন্য ইডির পক্ষে নির্দেশ দিয়েছিল। এবার খান্ডেলওয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আবেদন, বিষয়টি নিয়ে ৩৬৫ দিনের মধ্যে 'প্রসিকিউশন কমপ্লেইন্ট' না হওয়ার কারণে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি আগের নির্দেশের এক বছর পেরিয়ে গিয়েছে।

PMLA Case: বাজেয়াপ্ত হওয়া সামগ্রী কখন ফেরত দিতে হবে ইডিকে, শর্ত বলে দিল হাইকোর্ট
কী জানাল দিল্লি হাইকোর্টImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 1:32 PM

নয়া দিল্লি: নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি ইডি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবে না। সাফ জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। কী কী শর্ত, সে কথাও উল্লেখ করে দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা জানিয়ে দিয়েছেন, যদি আর্থিক তছরূপ দমন আইনের আওতায় কোনও তদন্ত ৩৬৫ দিনের বেশি হয়ে যায় এবং তারপরও যদি কোনও ‘প্রসিকিউশন কমপ্লেইন্ট’ না আসে, সেক্ষেত্রে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দিয়ে দিতে হবে। মহেন্দর কুমার খান্দেলওয়াল বনাম ইডি মামলায় সম্প্রতি এ কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

প্রসঙ্গত, একটি তদন্তে মহেন্দর কুমার খান্দেলওয়ালের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। অতীতে আদালত ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি অভিযানের সময় বাজেয়াপ্ত করা সামগ্রী রেখে দেওয়ার জন্য ইডির পক্ষে নির্দেশ দিয়েছিল। এবার খান্ডেলওয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আবেদন, বিষয়টি নিয়ে ৩৬৫ দিনের মধ্যে ‘প্রসিকিউশন কমপ্লেইন্ট’ না হওয়ার কারণে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি আগের নির্দেশের এক বছর পেরিয়ে গিয়েছে। এমন অবস্থায় পূর্বের কার্যকর নির্দেশ পুনর্বিবেচনা করা হোক, আর্জি আবেদনকারীর।

খান্ডেলওয়ালের আরও বক্তব্য, তিনি এই তদন্তের মামলায় ইডির সাক্ষীর তালিকায় রয়েছেন। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই সংস্থার আগের মালিকদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগের তদন্ত চলছে। এমন অবস্থায় এবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছেন, ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত হওয়া সামগ্রী ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে হবে। বাজেয়াপ্ত হওয়া নথি, ডিজিটাল ডিভাইস, সম্পত্তি ও অন্যান্য যা কিছু বাজেয়াপ্ত করেছে ইডি, সব ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।