Bed Roll in Rail: ট্রেনের বালিশ-কম্বল পরিষ্কার তো? QR Code স্ক্যান করলেই জানতে পারবেন

Bed Roll in Rail: দেশের একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনে এই কিউআর কোড ব্যবস্থা চালু করা হয়েছে। গয়া সহ আরও বেশ কয়েকটি স্টেশন যুক্ত হবে সেই তালিকায়।

Bed Roll in Rail: ট্রেনের বালিশ-কম্বল পরিষ্কার তো? QR Code স্ক্যান করলেই জানতে পারবেন
বেড রোল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 7:12 AM

নয়া দিল্লি: ট্রেনে যাঁদের যাতায়াত করার অভ্যাস আছে, তাঁরা অনেকেই জানেন এসি ট্রেন বেড রোল বা ওয়াশরুম রোল নিয়ে সমস্যার কথা। এসি ট্রেনে যাত্রা করার সময় বেড রোল দেওয়া হলেও, তা কতটা পরিষ্কার, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে এই সমস্যার সমাধান করতে এবার পদক্ষেপ করল রেল। এবার থেকে আর নোংরা চাদর, বালিশ বা তোয়ালে ব্যবহার করতে হবে না যাত্রীদের।

এসি ট্রেনে পাওয়া যায় চাদর, একটি কম্বল, একটি বালিশ ও একটি ছোট তোয়ালে। এবার থেকে সেই বেড রোল হাতে পেয়ে যাত্রীরা দেখতে পারবেন কবে সেটা শেষবার ধোয়া হয়েছে। দেখে নেওয়ার জন্য কিউআর কোড চালু করেছে রেল। সেটা স্ক্যান করলেই বোঝা যাবে, বালিশ, চাদর পরিষ্কার কি না। বেড রোলের প্যাকেটেই থাকবে সেই স্ক্যানার। ফলে কবে ধোয়া হয়েছে, সেই তথ্য আর লুকতে পারবে না রেল।

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনে এই কিউআর কোড ব্যবস্থা চালু করা হয়েছে। গয়া সহ আরও বেশ কয়েকটি স্টেশন যুক্ত হবে সেই তালিকায়। ইতিমধ্যেই যে সব ট্রেনে এই পদ্ধতি চালু হয়েছে, সেগুলি হল মহাবোধি এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস, ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস, রাঁচি-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস। ক্রমশ সব প্যাসেঞ্জার ট্রেনকেই এই ব্যবস্থার আওতায় আনা হবে। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সাম্প্রতিককালে একাধিক ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। এবার পরিচ্ছন্নতার দিকটিতেও নজর দিয়েছে রেল কর্তৃপক্ষ। বেড রোল নিয়ে যাত্রীদের যে দীর্ঘদিনের অভিযোগ ছিল, তা মিটবে বলেই মনে করা হচ্ছে।