Sea Bridge Toll: ১ কিলোমিটার যেতে খরচ ১৮ টাকা, কেমন হবে ভারতের সেই দীর্ঘতম সেতু
Sea Bridge Toll: এআই প্রযুক্তির সাহায্যে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে এই সেতুতে। ১৭ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে ৬ লেনের 'অটল সেতু' তৈরি করা হয়েছে। প্রায় ২২ কিলোমিটারের এই পুরো অংশের মধ্যে ১৬.৫০ কিলোমিটার সম্পূর্ণ সমুদ্রের উপরে থাকবে। এই সেতুর টোল ট্যাক্স নিয়ে অনেক বিতর্ক হয়েছে আগে।
মুম্বই: প্রস্তুত ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সেতু উদ্বোধন করবেন আগামী ১২ জানুয়ারি। এরপরই সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে সেই সেতু, যার নামকরণ করা হয়েছে অটল সেতু। মুম্বইয়ের সেওরি থেকে রায়গড়ের নাভা সেভা পর্যন্ত যাবে এই সেতু। ফলে বর্তমানে পথ অতিক্রম করতে ২ ঘণ্টা সময় লাগে, সেটা পার করে ফেলা যাবে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে। তবে এই সেতু পার করতে চাইলে দিতে হবে টোল ট্যাক্স।
২১.৮ কিলোমিটার দীর্ঘ হবে সেই সেতু। সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঠিক কত টাকা টোল ট্যাক্স দিতে হবে। আগে এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। একদিকের জন্য ৫০০ টাকা টোল দেওয়া প্রস্তাব দেওয়া হয়েছিল। অনেক আলোচনার পর ঠিক হয়েছে ২৫০ টাকা। তবে আসা-যাওয়ার জন্য আলাদা আলাদা টোল দিলে দিতে হবে মোট ৫০০ টাকা।
এই সেতু দিয়ে প্রতিদিন ৭০ হাজার যানবাহন চলাচল করবে বলে জানা গিয়েছে। ৭০ হাজার যানবাহন যদি শুধুমাত্র এক পথে যায়, তবুও এই সেতু থেকে দৈনিক আয় হবে ১ কোটি ৭৫ লক্ষ টাকা। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা দাবি করেছেন যে এই যাত্রায় প্রায় ৫০০ টাকার পেট্রোল খরচ সাশ্রয় হতে পারে। টোল রেট হিসেবে একদিকে যাওয়ার জন্য দিতে হবে ২৫০ টাকা, দু দিকের একসঙ্গে টোল দিলে দিতে হবে ৩৭৫ টাকা। অর্থাৎ সে ক্ষেত্রে এক কিলোমিটার পথের জন্য দিতে হচ্ছে প্রায় ১৮ টাকা। দৈনিক পাসের মূল্য হবে ৬২৫ টাকা ও মাসিক পাসের মূল্য হবে ১২ হাজার ৫০০ টাকা।
এআই প্রযুক্তির সাহায্যে ২৪ ঘণ্টা চালানো হবে এই সেতুতে। ১৭,৮৪৩ কোটি টাকা ব্যয়ে ৬ লেনের অটল সেতু তৈরি করা হয়েছে। প্রায় ২২ কিলোমিটারের এই পুরো অংশের মধ্যে ১৬.৫০ কিলোমিটার সম্পূর্ণ সমুদ্রের উপরে থাকবে।
#Mumbai Trans Harbour Link Toll Rates:
Single: ₹250 Return: ₹375 Daily Pass: ₹625 Monthly Pass: ₹12,500@mieknathshinde #Maharashtra pic.twitter.com/IdUwtZZnUq
— Infra News India (INI) (@TheINIofficial) January 5, 2024