প্রতিরক্ষার খাতে আরও স্বনির্ভরতার পথে ভারত। ২০১৩ সালে দেশীয় প্রযুক্তিতেই বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম বানাবে ভারতীয় সেনা। সেই তালিকায় রয়েছে সাবমেরিন, কমব্যাট এয়ারক্রাফ্ট, ট্যাঙ্কের মতো একাধিক মেগা প্রজেক্ট।
প্রজেক্ট ৭৫ – এটি ভারতীয় নৌসেনার সাবমেরিন তৈরির প্রজেক্ট। মেক ইন ইন্ডিয়ার অধীনে এই সাবমেরিন বানানোর পরিকল্পনা করছে ভারতীয় সেনা। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এয়ার ইনডিপেনডেন্ট সিস্টেম (AIP) তৈরি করেছে। কিন্তু সমুদ্র এই পদ্ধতিকে কাজে লাগানো হয়নি। এই সাবমেরিনে তা তৈরি করা হতে পারে।
লাইট ট্যাঙ্ক জোরায়ার- জোরায়ার ট্যাঙ্ক তৈরিতে সবুজ সংকেত ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র। এই ট্যাঙ্ক ওজনে হবে অনেকটাই হালকা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের মোকাবিলা করতে এই ধরনের ট্যাঙ্ক ব্যবহারের পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনার।
কাবেরী মেরিন গ্যাস টারবাইন- সেনার বিভিন্ন যুদ্ধ সরঞ্জামে টারবাইন ব্যবহৃত হয়ে থাকে। ডিআরডিও ইতিমধ্যেই এই ধরনের টারবাইন তৈরি করেছে। তা কাজে লাগানোর হবে এ বছরই।
প্রজেক্ট দুর্গা- ডিরেক্টেড এনার্জি ওয়েপন (DEW) তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চাইছে ডিআরডিও। সে জন্য ডিরেকশনাল আনরেস্ট্রিকটেড রে-গান অ্যারে (DURGA) তৈরি করছে। এটি ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ডিরেক্টেড এনার্জি ওয়েপন। দূরপাল্লার অস্ত্র নিশানা আরও নিখুঁত করতে এই প্রযুক্তি ব্যবহৃত হবে।