Terrorist Died: সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম দুই জঙ্গি
খারাপ আবহাওয়া এবং বৃষ্টির জেরে ওই এলাকার দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। অনুপ্রবেশের জন্য এই সুযোগই কাজে লাগানোর চেষ্টা করেছিল জঙ্গিরা। সশস্ত্র জঙ্গিদের একটি দল ভোর রাতের দিকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা করে। তখনই বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এতেই দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ফের ব্যর্থ হল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। রবিবার নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের সময় জওয়ানদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, সেনার এক মুখপাত্র। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ঘটেছে এই ঘটনা। জঙ্গি অনুপ্রবেশের খবর গোপন সূত্রে পেয়েছিল সেনা। তার পর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ দল এবং সেনার যৌথ বাহিনী নজরদারি চালাচ্ছিল উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায়। সে সময় দুই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করলে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয়। তাতেই ২ জঙ্গির মৃত্যু হয়েছে।
খারাপ আবহাওয়া এবং বৃষ্টির জেরে ওই এলাকার দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। অনুপ্রবেশের জন্য এই সুযোগই কাজে লাগানোর চেষ্টা করেছিল জঙ্গিরা। সশস্ত্র জঙ্গিদের একটি দল ভোর রাতের দিকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা করে। তখনই বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এতেই দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর থেকেই উরি সেক্টরের ওই এলাকায় নজরদারি চালাচ্ছে যৌথবাহিনী। এই এনকাউন্টারের পর তল্লাশির সময় ২টো একে সিরিজের রাইফেল, ৬টি পিস্তল, চারটি চাইনিজ গ্রেনেড, কম্বল এবং রক্তভেজা দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। এর পাশাপশি পাকিস্তানের ওষুধও উদ্ধার হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।