Delhi Air Pollution: দিল্লিতে শ্বাস নেওয়া ৪০-৫০ সিগারেট খাওয়ার সমান!
নয়াদিল্লি: বিষাক্ত ধোঁয়ায় ঢেকে দিল্লি এবং সংলগ্ন এলাকার বাতাস। রাজধানীর বায়প দূষণের পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ইতিমধ্যেই ৪০০ পার করেছে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইতিমধ্যেই দিল্লিতে দূষণের জেরে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি চোখ-নাক জ্বালার মতো সমস্যাও দেখা দিয়েছে। এর মধ্যে এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দিল্লির […]
নয়াদিল্লি: বিষাক্ত ধোঁয়ায় ঢেকে দিল্লি এবং সংলগ্ন এলাকার বাতাস। রাজধানীর বায়প দূষণের পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ইতিমধ্যেই ৪০০ পার করেছে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইতিমধ্যেই দিল্লিতে দূষণের জেরে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি চোখ-নাক জ্বালার মতো সমস্যাও দেখা দিয়েছে। এর মধ্যে এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দিল্লির দূষণ ফুসফুসে ক্যানসার হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দিল্লির বাতাসের যা অবস্থা, এখানে শ্বাস নেওয়া ৪০-৫০টা সিগারেট খাওয়ার মতোই ক্ষতিকর।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে, যে ফুসফুস সংক্রান্ত রোগের সম্ভাবনা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। এমনকি যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে তাঁদের অবস্থা আরও শোচনীয় হয়েছে। দিল্লি এমসের তরফে জানানো হয়েছে, দূষণের জেরে হাঁপানির রোগীদের ওষুধের ডোজ বাড়াতে হয়েছে।
সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দিল্লি ভারতের মধ্যে সবথেকে দূষিত শহর। ২০২১ থেকেই এই ধারা অব্যাহত রয়েছে। সারা বছর তো দূষণ থাকেই। কিন্তু অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর সময় থেকে দিল্লির বাতাসের পরিস্থিতি গত কয়েক বছর ধরেই ভয়াবহ হচ্ছে। এই দূষণের মোকাবিলা করতে একাধিক পদক্ষেপও নিয়েছে দিল্লির সরকার। কিন্তু তাতেও মিলছে না সুরাহা। ১০ নভেম্বর অবধি দিল্লির সমস্ত প্রাথমিক স্কুলে ছুটি দেওয়া হয়েছে। বাকি শ্রেণির ক্ষেত্রে ক্লাস অনলাইনে করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সব ধরনের নির্মাণ কাজও বন্ধ রয়েছে দিল্লিতে। গাড়ির ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে দিল্লিবাসীর, সে বিষয়ে সকলেই অন্ধকারে।