Hemant Soren: ৬০০ কোটির দুর্নীতিতে গ্রেফতার হেমন্ত সোরেন, ‘হার মানব না’ বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Jharkhand Land Scam: গত সপ্তাহে প্রথমে রাঁচী, তারপর চলতি সপ্তাহের সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে তল্লাশি। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল যে দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বুধবার সেই জল্পনাই সত্যি হল। প্রায় সাত ঘণ্টার নাটকীয়তার পর ৬০০ কোটির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন হেমন্ত সোরেন।

Hemant Soren: ৬০০ কোটির দুর্নীতিতে গ্রেফতার হেমন্ত সোরেন, 'হার মানব না' বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
রাজভবনের পথে হেমন্ত সোরেন।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 01, 2024 | 7:01 AM

রাঁচী: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। বুধবার দীর্ঘক্ষণ জেরার পর রাতে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তবে গ্রেফতার হওয়ার আগেই ইডি আধিকারিকদের নিয়ে রাজভবনে যান হেমন্ত, ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে। তাঁর অবর্তমানে মুখ্য়মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন চম্পাই সোরেন। গ্রেফতারির পর হেমন্ত সোরেন বলেন, “এত সহজে হার মানব না। লড়াই জারি থাকবে।”

গত সপ্তাহে প্রথমে রাঁচী, তারপর চলতি সপ্তাহের সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে তল্লাশি। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল যে দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বুধবার সেই জল্পনাই সত্যি হল। প্রায় সাত ঘণ্টার নাটকীয়তার পর ৬০০ কোটির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন হেমন্ত সোরেন।

গ্রেফতারির পরই ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার প্রধান এক্স হ্যান্ডেলে কবি শিবমঙ্গল সিং সুমনের একটি পংক্তি পোস্ট করেন। সেই কবিতার লাইনে তুলে ধরা হয়েছে, কঠিন সময়েও কীভাবে অনড় থাকতে হয়। সেই কবিতার লাইন ধরেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জয় বা পরাজয়ে তিনি ভীত নন। এত সহজে হার মানবেন না, লড়াই ছাড়বেন না।

সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার রাঁচীতে বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হবে হেমন্ত সোরেনকে। জেরার জন্য হেফাজত চাইবে ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ, ঝাড়খণ্ডে বিপুল সংখ্যক জমি হাতবদল হয়েছে। সরকারি জমি বেনামে জমি মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাতে বেআইনি কয়লা খাদানের কাজও চলছে। বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গেই যুক্ত  হেমন্ত সোরেন।