PM Modi Visit: মোদীকে খুনের হুমকি চিঠি, গ্রেফতার অভিযুক্ত
PM Modi Visit: আগামিকাল কেরলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মধ্যেই মোদীর প্রাণনাশের হুমকি চিঠি আসে। এই ঘটনায় এবার অভিযুক্তকে গ্রেফতার করল কেরল পুলিশ (Kerala Police)।
তিরুবনন্তপুরম: আগামিকাল কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফরের আগেই তাঁর নামে একটি হুমকি চিঠি আসে। আত্মঘাতী বোমা হামলায় খুন করা হবে দেশের প্রধানমন্ত্রীকে। মোদীর নামে এই হুমকি চিঠিই গত সপ্তাহে পান কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রন। এরপরই জোরদার তদন্ত শুরু হয়েছে। তারপরই গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে কেরল পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম জ়েভিয়ার।
সংবাদ সংস্থা এএনআই-কে কোচি সিটি পুলিশ কমিশনার কে সেতু রমন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নামে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় অভিযুক্ত জেভিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেছেন, “গতকালই জেভিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার কারণেই সে এরকম করেছে। নিজের প্রতিবেশীকে প্যাঁচে ফেলার জন্যই এই কাজ করেছে সে। ফরেনসিকের সাহায্যে আমরা এই বিষয়টি জানতে পেরেছি।” এই হুমকি চিঠিটি লেখা হয়েছিল মালায়লমে। কোচির এক ব্যক্তিকে দিয়ে এই চিঠি লিখিয়েছিল জেভিয়ার। কেরলের বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনের অফিসে এই চিঠি আসে গত সপ্তাহে। সেখানে আত্মঘাতী বোমা হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের কথা উল্লেখ করা হয়। লেখা হয়, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতো একই অবস্থা হবে মোদীর’। চিঠি পাওয়া মাত্রই তা কেরল পুলিশের হাতে তুলে দেন সুরেন্দ্রন।
এদিকে চিঠি খতিয়ে দেখে একটি ঠিকানা পাওয়া যায়। তা ছিল এন কে জনি নামের এক ব্যক্তির বাড়ির। সেই সূত্র ধরে পুলিশ তাঁকে খুঁজে বের করে। তারপর জনি পুলিশকে জানান, তিনি এই চিঠি লেখেননি। পাশাপাশি তিনি পুলিশকে জানান, তাঁর উপর এক ব্যক্তির খুব রাগ রয়েছে। তাঁকে ফাঁসানোর জন্যই হয়ত মোদীর নামে হুমকি চিঠি লিখেছে সেই ব্যক্তি। তবে এখন পুলিশের হেফাজতে এই জেভিয়ার। কেরলে মোদীর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছিল গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর তা কিছুটা থিতু হল।