Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singing Record: ১৪০ ভাষায় গান গেয়ে নতুন রেকর্ড গড়লেন এই ভারতীয় যুবতী

গিনেসের তরফে এই রেকর্ডের শংসাপত্র হাতে পেয়ে সুচেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “ঈশ্বরের আশীর্বাদে নতুন রেকর্ড গড়তে পেরেছি। ২০২৩ সালের ২৪ নভেম্বর, ৯ ঘণ্টায় ১৪০টি ভাষা গানের রেকর্ড গড়েছি আমি। পরিবেশ নিয়ে সম্মেলনে এই গান গেয়েছি আমি।”

Singing Record: ১৪০ ভাষায় গান গেয়ে নতুন রেকর্ড গড়লেন এই ভারতীয় যুবতী
সুচেতা সতীশImage Credit source: Instagram
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 7:00 AM

নয়াদিল্লি: ১৪০ টি ভাষায় গান করে নতুন রেকর্ড গড়লেন এক কিশোরী। ওই কিশোরীর নাম সুচেতা সতীশ। কেরলের বাসিন্দা তিনি। দুবাইয়ে গত ২৪ নভেম্বর ১৪০টি ভাষায় গান করেছেন তিনি। সেই গানের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। দুবাইয়ে গত বছর অবস্থিত পরিবেশ সম্মেলন যে সব দেশ যোগ দিয়েছিল, সেই সব দেশের বিভিন্ন ভাষায় গান করে এই নতুন গিনেস রেকর্ড গড়েছেন ওই যুবতী।

গিনেসের তরফে এই রেকর্ডের শংসাপত্র হাতে পেয়ে সুচেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “ঈশ্বরের আশীর্বাদে নতুন রেকর্ড গড়তে পেরেছি। ২০২৩ সালের ২৪ নভেম্বর, ৯ ঘণ্টায় ১৪০টি ভাষা গানের রেকর্ড গড়েছি আমি। পরিবেশ নিয়ে সম্মেলনে এই গান গেয়েছি আমি।”

দুবাইয়ে গত বছর আয়োজিত হয়েছিল COP 28 সম্মেলন। সেই সম্মেলমে ভারত-সহ বিশ্বের ১৪০টি দেশ যোগ দিয়েছিল। ওই সম্মেলনে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে গান করেছেন সুচেতা। আর তাতেই হয়েছে বাজিমাত। বিশ্বের সবথেকে বেশি ভাষায় গান গাওয়ার বিরল নজির গড়েছেন তিনি। সুচেতার ইনস্টাগ্রাম পোস্টে এ প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। কোনও ভারতবাসী এই রেকর্ড গড়ায় খুশি ভারতীয়রাও।