Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Note Printing Cost: ১০ থেকে ৫০০ টাকা, কোন নোট ছাপাতে কত খরচ হয় জানেন

যত ছোট অঙ্কের নোটের টাকা ছাপাতে খরচ বড় অঙ্কের নোটের তুলনায় বেশি হয়। তুলনা বলা যেতে পারে, ১০০ টাকার নোটের থেকে ১০, ২০ টাকার নোট ছাপতে বেশি খরচা হয় আরবিআই-এর। একই রকম ভাবে ৫০০ এবং ২০০০ টাকার নোট ছাপাতে আরবিআই-এর যা খরচ হয় তার থেকে অনেক বেশি খরচ হয় ২০০ টাকার নোট ছাপতে।

Note Printing Cost: ১০ থেকে ৫০০ টাকা, কোন নোট ছাপাতে কত খরচ হয় জানেন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 8:35 AM

নয়াদিল্লি: আমরা নিত্যদিন যে নোট ব্যবহার করে কেনাকাটা করি, তা ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। সেই নোট ছাপাতে যথেষ্ট খরচ হয় আরবিআই-এর। কখনও কখনও নোটের টাকার অঙ্কের তুলনায় নোট ছাপানোর খরচ বেশি হয়। বর্তমানে দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট চালু রয়েছে। এই সব নোট ছাপাতে কত খরচ হয় জানেন? নোট ছাপানোর সঙ্গে কাগজ ও কালির দামের সম্পর্ক রয়েছে। আরবিআই জানিয়েছে, গত কয়েক বছরে কালি ও কাগজের দাম বৃদ্ধির কারণে নোট ছাপানোর খরচ অনেকটাই বেড়েছে।

যত ছোট অঙ্কের নোটের টাকা ছাপাতে খরচ বড় অঙ্কের নোটের তুলনায় বেশি হয়। তুলনা বলা যেতে পারে, ১০০ টাকার নোটের থেকে ১০, ২০ টাকার নোট ছাপতে বেশি খরচা হয় আরবিআই-এর। একই রকম ভাবে ৫০০ এবং ২০০০ টাকার নোট ছাপাতে আরবিআই-এর যা খরচ হয় তার থেকে অনেক বেশি খরচ হয় ২০০ টাকার নোট ছাপতে। এর অন্যতম কারণ, ছোট অঙ্কের নোট পরিমাণে অনেকর বেশি ছাপাতে হয় আরবিআই-কে। সে জন্য খরচও বাড়ে।

সম্প্রতি তথ্য অধিকার আইনে প্রশ্নের জবাবে নোট ছাপানোর খরচের ব্যাপারে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১০ টাকার নোট এক হাজার সংখ্যক ছাপাতে আরবিআই-এর খরচ হয় ৯৬০ টাকা। অর্থাৎ প্রতিটি ১০ টাকার নোট ছাপানোর খরচ ৯৬ পয়সা। অন্য দিকে ২০ টাকার নোট এক হাজার পিস ছাপাতে খরচ হয় ৯৫০ টাকা। অর্থাৎ একটি ২০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৯৫ পয়সা। অন্য দিকে ৫০০ টাকার নোট এক হাজার পিস ছাপাতে আরবিআই-এর খরচ হয় ২ হাজার ২৯০ টাকা। ৫০০ টাকার একটি নোট ছাপাতে খরচ ২.২৯ টাকা।