Landslide: মহারাষ্ট্রে ভূমিধসে এখনও নিখোঁজ ৭৮, উদ্ধারকাজ বন্ধ করল প্রশাসন

Maharashtra: জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ধ্বংসস্তূপের নীচে থেকে উদ্ধার হওয়া অনেক দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে অনেক পশুরও মৃত্যু হয়েছে।

Landslide: মহারাষ্ট্রে ভূমিধসে এখনও নিখোঁজ ৭৮, উদ্ধারকাজ বন্ধ করল প্রশাসন
মহারাষ্ট্রের রায়গঢ়ে ভূমিধসে এখনও নিখোঁজ বহু মানুষ।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 10:40 PM

রায়গঢ়: মহারাষ্ট্রের (Maharashtra) রায়গঢ়ে ভূমিধসের (Landslide) ঘটনার পর ৩ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২৭ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও ৭৮ জন। ঘটনাস্থল থেকে পচা-দুর্গন্ধ বেরোচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ধারকাজ বন্ধ করে দিল মহারাষ্ট্র সরকার। স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও গ্রামবাসীর সঙ্গে আলোচনার পরই উদ্ধারকাজ বন্ধ করা হল দাবি প্রশাসনের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে শেষবারের মতো ধ্বংসস্তূপের নীচে থেকে একটি দেহ উদ্ধার হয়েছিল। দেহটিতে পচন ধরে গিয়েছিল। তারপর রবিবার সকাল থেকে উদ্ধারকাজ চললেও বিকাল পর্যন্ত একটিও দেহ উদ্ধার হয়নি। জীবিতও কাউকে পাওয়া যায়নি। এরপর সন্ধ্যায় উদ্ধারকাজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। মহারাষ্ট্র সরকার, উদ্ধারকারী দল ও গ্রামবাসীদের বৈঠকের পরই উদ্ধারকাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ধ্বংসস্তূপের নীচে থেকে উদ্ধার হওয়া অনেক দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে অনেক পশুরও মৃত্যু হয়েছে। সেই সমস্ত দেহগুলিতে পচন ধরতে শুরু করেছে। গোটা এলাকা থেকে দুর্গন্ধ ছাড়ছে।

এদিকে, এই দুর্ঘটনায় যাঁরা জমি-বাড়ি হারিয়েছেন, তাঁদের সম্পত্তির মূল্যায়ণ করতে ইতিমধ্যে রাজ্য প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। সেই দলের তরফে এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জমি বরাদ্দের একটি প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন। এই ভূমিধসে ঘর-বাড়ি হারানো ব্যক্তিদের সরকারের তরফে ঘর দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকার। এমনকি এই ভূমিধসের পর যাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন অথচ ঘর-বাড়ি তলিয়ে গিয়েছে, তাঁদের আধার কার্ড, বাড়ির দলিলের মতো গুরুত্বপূর্ণ নথিও হারিয়ে গিয়েছে। তাঁদের পরিচয়পত্র-সহ গুরুত্বপূর্ণ নথি প্রদানের জন্য জেলা প্রশাসনের তরফে ওই এলাকায় একটি শিবির করা হবে এবং আধার কার্ড-সহ প্রয়োজনীয় নথি প্রদানের ব্যবস্থা করা হবে বলেও জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১১টা নাগাদ ধস নামে রায়গঢ় জেলার আদিবাসী-অধ্যুষিত ইরশালওয়াদি গ্রামে। ওই ধসে ভেঙে পড়ে একাধিক বাড়ি। ঘুমের মধ্যেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় অনেকের। নিখোঁজ হয়ে যান বহু মানুষ। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারপর উদ্ধারকাজ যত এগোয়, ততই মৃতের সংখ্যা বাড়তে থাকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৃতদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ