Bizarre: মত্ত অবস্থায় চুম্বন! কামড়ে স্বামীর জিভ কেটে নিলেন স্ত্রী

জানা গিয়েছে, কান্নুর জেলার জোন্নাগিরি থানার অন্তর্গত ইয়েল্লাম্মাগুট্টা ঠান্ডা এলাকায় থাকেন ওই দম্পতি। ওই ব্যক্তির নাম চান্দু নাইক।

Bizarre: মত্ত অবস্থায় চুম্বন! কামড়ে স্বামীর জিভ কেটে নিলেন স্ত্রী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 12:45 AM

মদ খেয়ে বাড়ি এসেছিলেন স্বামী। মত্ত অবস্থাতেই স্ত্রীকে চুম্বন করতে উদ্যত হন তিনি। কিন্তু মত্ত অবস্থায় থাকা স্বামীর সঙ্গে চুম্বন করতে রাজি ছিলেন না স্ত্রী। তিনি বার বার নিষেধ করছিলেন। কিন্তু আপত্তি উড়িয়ে জোর করে স্ত্রীকে চুম্বন করার চেষ্টা করেন ওই মদ্যপ ব্যক্তি। তখনই স্বামীর জিভ কামড়ে ধরেন স্ত্রী। এর জেরে জিভ কেটে গিয়েছে ওই ব্যক্তির। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের কান্নুরে।

জানা গিয়েছে, কান্নুর জেলার জোন্নাগিরি থানার অন্তর্গত ইয়েল্লাম্মাগুট্টা ঠান্ডা এলাকায় থাকেন ওই দম্পতি। ওই ব্যক্তির নাম চান্দু নাইক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চান্দু প্রায়শই মদ্যপান করেন। যা নিয়ে আপত্তি রয়েছে তাঁর স্ত্রীর। সম্প্রতি মদ্যপান করে এসে স্ত্রীকে চুম্বন দিতে উদ্যত হয়েছিলেন। তখনই বাধা দেন ওই মহিলা। জোর করলে জিভ কামড়ে নেন।

এই কাণ্ডের পর আহত অবস্থায় চান্দুকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।