AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘লভ জিহাদ’, জোর করে ধর্মান্তকরণে দশ বছর পর্যন্ত জেল, আইন আনছে মধ্য প্রদেশ

১৯৬৮ সালের ধর্ম স্বতন্ত্র অভিনিয়ম আইনের পরিবর্তেই বিধানসভায় এই নতুন বিল পাস করাতে চলেছে শিবরাজ সিং চৌহানের সরকার।

‘লভ জিহাদ’, জোর করে ধর্মান্তকরণে দশ বছর পর্যন্ত জেল, আইন আনছে মধ্য প্রদেশ
| Edited By: | Updated on: Dec 26, 2020 | 1:28 PM
Share

ভোপাল: জোর করে ধর্মান্তকরণে দেড় বছরের জেল এবং ন্যূনতম ২৫ হাজার টাকা জরিমানা, এই প্রস্তাবিত বিলের খসরায় সম্মতি জানাল মধ্য প্রদেশের মন্ত্রিসভা। ২৮ ডিসেম্বর অধিবেশন শুরুর আগে শনিবার জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে প্রস্তাবিত ‘ধর্মের স্বাধীনতা বিল’-এর (২০২০) খসড়ায় মন্ত্রিসভার সম্মতি আদায় করে নিলেন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।

এমপি ফ্রিডম ফর রিলিজিয়ন বিল, ২০২০ (MP Freedom For Religion Bill)

মধ্য প্রদেশ সরকারের প্রস্তাবিত ধর্মের স্বাধীনতা বিলের খসরায় লেখা হয়েছে, জোর করে ধর্মান্তকরণের ঘটনায় জেল তো হবেই, একই সঙ্গে দোষ প্রমাণিত হলে হতে পারে আর্থিক জরিমানাও। অ-প্রাপ্তবয়স্কদের ধর্মান্তকরণের ঘটনায় দোষ প্রমাণিত হলে হাজতবাসের সময়সীমা আরও বেশি। সেক্ষেত্রে দুই থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “মধ্য প্রদেশের নতুন ধর্মের স্বাধীনতা বিল অনুযায়ী, অ-প্রাপ্তবয়স্কদের ধর্মান্তকরণ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মহিলা অথবা কোনও ব্যক্তিকে জোর করে ধর্মান্তকরণের ঘটনায় ন্যূনতম দুই বছর থেকে দশ বছর পর্যন্ত জেল হবে। এক্ষেত্রে ন্যূনতম জরিমানা হবে ৫০ হাজার।”

আরও পড়ুন: বাংলায় ‘লভ’ এবং ‘জিহাদ’এর সহাবস্থান নেই, মন খুলে ভালবাসুন, বললেন নুসরত

রাজ্যের আরেক মন্ত্রী বিশ্বাস সরং এই ধরনের ঘটনায় আরও কঠোর শাস্তির দাবি তুলেছেন। এই বিল অনুযায়ী, রাজ্যের ‘ফ্যামিলি কোর্ট’-কে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে। যার ফলে বিয়ের জন্য ধর্মান্তকরণের বিষয়কে অকার্যকর করে দেওয়ার ক্ষমতার অধিকারী হবে সংশ্লিষ্ট আদালত।

আরও পড়ুন: “আমরা হিন্দু-মুসলিম দেখি না”, হাইকোর্টে ধোপে টিকল না ‘লভ জেহাদ’ মামলা

১৯৬৮ সালের ধর্ম স্বতন্ত্র অভিনিয়ম আইনের পরিবর্তেই বিধানসভায় এই নতুন বিল পাস করাতে চলেছে শিবরাজ সিং চৌহানের সরকার। বিগত ৫০ বছরের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই, রাজ্যে ‘লভ জিহাদ’ (Love Jihad) ও জোর করে ধর্মান্তকরণের ঘটনাকে সমূলে উৎখাত করতেই এমপি ফ্রিডম ফর রিলিজিয়ন বিল (MP Freedom For Religion Bill, 2020) আনছে রাজ্যের বিজেপি সরকার বলে জানা যাচ্ছে। ২২ ডিসেম্বরই এই প্রস্তাবিত বিলের খসড়া নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে শিবরাজ সিং কিছু সংযোজনের কারণে আলোচনা পিছিয়ে দেন। অবশেষে সেই আলোচনা হল এবং প্রস্তাবিত বিলের খসরায় সিলমোহরও পড়ল।