Reunion: ৩০ বছর পর সামনে এসে দাঁড়াল, চেনা মুখ দেখে হাউ হাউ করে কেঁদে ফেলল লোকটা…
Meerut: মানসিক রোগীদের এক কেন্দ্রের মাধ্যমে বাচ্চুলাল আবারও ফিরে পেল তাঁর পরিবারকে। জানা গিয়েছে, এতদিন ধরে মেরুটেই ছিলেন তিনি। তাঁকে বরেলীর পিলিভিট রোডের ধার থেকে উদ্ধার করা হয়। এরপর পরসপুরের ওই রিহাবে নিয়ে যাওয়া হয় তাঁকে।
মধ্য প্রদেশ: কাজের খোঁজে ৩০ বছর আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মাঝের তিন দশক কোনও যোগাযোগ নেই বাড়ির লোকের সঙ্গে। বহু খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। বাড়ির লোকজন ধরেই নিয়েছিলেন, তাঁদের ছেলে বাচ্চুলাল আর বেঁচে নেই। তাঁর স্মৃতি আঁকড়েই জীবন কাটাচ্ছিল পরিবার। তবে হঠাৎই মিলল খোঁজ। এক হোমের হাত ধরে ভিডিয়ো কলে পরিবার বাচ্চুলালকে দেখে তো অবাক! আবেগে গলা ধরে এলো বাড়ির বয়স্কদের। অনেকে তো চিনতেই পারছে না।
মধ্য প্রদেশ থেকে মেরুঠে কাজের খোঁজে গিয়েছিলেন বাচ্চুলাল। কিন্তু এরপর আর বাড়ির সঙ্গে কোনও যোগাযোগ করেননি তিনি। বাড়ির লোক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খোঁজ করেন।
মানসিক রোগীদের এক কেন্দ্রের মাধ্যমে বাচ্চুলাল আবারও ফিরে পেল তাঁর পরিবারকে। জানা গিয়েছে, এতদিন ধরে মেরুটেই ছিলেন তিনি। তাঁকে বরেলীর পিলিভিট রোডের ধার থেকে উদ্ধার করা হয়। এরপর পরসপুরের ওই রিহাবে নিয়ে যাওয়া হয় তাঁকে।