সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মমতা, পাত্রের নাম সোশ্যালিজম, ছাপানো হল কার্ড!

কমিউনিজম, লেনিনিজম এবং সোশ্যালিজম। তিন ভাইয়ের মধ্য় সোশ্যালিজম কনিষ্ঠ।

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মমতা, পাত্রের নাম সোশ্যালিজম, ছাপানো হল কার্ড!
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jun 11, 2021 | 8:23 PM

তামিলনাড়ু: পাত্রীর নাম মমতা ব্যানার্জি। পাত্রের নাম সোশ্য়ালিজম। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে। আগামী ১৩জুন সালেমেই সম্পন্ন হবে তাঁদের শুভ পরিণয়। ছাপা হয়েছে কার্ডও। আর সেই নিমন্ত্রণ পত্র এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

MAMATA WEDS SOCIALISM CARD

ফাইল ছবি

চমক এখনও বাকি আছে। সালেম জেলার সিপিআইয়ের জেলা সম্পাদক এ মোহন। তাঁর তিন ছেলে। কমিউনিজম, লেনিনিজম এবং সোশ্যালিজম। তিন ভাইয়ের মধ্যে সোশ্যালিজম কনিষ্ঠ। মোহন বলেছেন, “আমরা দীর্ঘদিন ধরেই সমাজতন্ত্রে বিশ্বাসী। ১৯৯১-তে সোভিয়েত রাশিয়া যখন ভেঙে যায়, তখন আমার স্ত্রী গর্ভবতী। তাই প্রথম সন্তানের নাম রাখি কমিউনিজম। আমরা বিশ্বাস করি কমিউনিজমের কখনও মৃত্য়ু হয় না। লেনিনের স্মরণে মেজ ছেলের নাম রেখেছি লেনিনিজম। আর কমিউনিজমের হাত ধরে আসে সোশ্যালিজম। তাই ছোট ছেলের নাম সোশ্যালিজম। নাতির নাম রেখেছি মার্ক্সসিজম।” ছেলে-নাতির এই ধরনের নামে কখনও সমস্যায় পড়তে হয়নি? সে প্রসঙ্গে মোহন বলেন, “এ তো নতুন নয়, আজ থেকে ৬০ বছর আগে কমরেডদের এমন নাম হত। যেমন- মস্কো, রাশিয়া, ভূপেষ গুপ্ত, চেকোস্লোভাকিয়া ইত্যাদি।”

অন্যদিকে, সোশ্যালিজমের হবু স্ত্রী তথা কনে মমতা ব্যানার্জি কংগ্রেস পরিবারের মেয়ে। মোহনরা তাঁদের বহুদিনের প্রতিবেশী। কুড়ি বছর আগে কংগ্রেসের একনিষ্ঠ নেত্রী ছিলেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সময়ে মমতার নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই নিজেদের মেয়ের নাম মমতা রাখেন ব্যানার্জি পরিবার।

MAMATA WEDS SOCIALISM

হবু দম্পতি, ছবি- পিটিআই

এই প্রথম নয়, এর আগে তামিলনাড়ুতেই করোনা নামে এক মহিলা বিজেপির তরফে পৌরসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। নামের জেরেই ভাইরাল হয়েছিলেন সেই তরুণী।

আরও পড়ুন: ‘মুকুলিত’ ঘাসফুল, ‘ওঁ তুখোড় নেতা’, মন্তব্য রাজু বিস্তার, ‘বেদনাক্রান্ত’ অগ্নিমিত্রা