Beggars in India: শহরের রাস্তায় দেখা মিলবে না ভিখারির, বড় উদ্যোগ মোদী সরকারের

Beggars in India: সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সেই সব জায়গা চিহ্নিত করতে বলা হচ্ছে, যেখানে ভিখারির সংখ্যা বেশি। ২০২৬-এর মধ্যে সেগুলিকে ভিখারি-মুক্ত করার কথা বলা হচ্ছে। আগামী ২ বছরে একাধিক শহরের নাম এই তালিকাভুক্ত হতে চলেছে। তৈরি হচ্ছে পোর্টাল ও মোবাইল অ্যাপও।

Beggars in India: শহরের রাস্তায় দেখা মিলবে না ভিখারির, বড় উদ্যোগ মোদী সরকারের
বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 29, 2024 | 3:39 PM

নয়া দিল্লি: সিগন্যালে গাড়ি দাঁড়ালেই কাচের জানালার দিকে এগিয়ে আসেন ভিখারিরা। এমন দৃশ্য আর দেখা যাবে না! এমনই উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। বিশেষত যে সব জায়গায় পর্যটকরদের আনাগোনা বেশি, সেখানে যাতে ভিখারিদের বেশি দেখা না যায়, সেই ব্যবস্থাই করছে কেন্দ্র। ‘ভিক্ষা বৃত্তি মুক্ত ভারত’, এ লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে কেন্দ্র। কোন কোন শহরে ভিখারির সংখ্যা বেশি, তা চিহ্নিত করা হচ্ছে। কোন কোন শহরকে সবার আগে ভিখারি-মুক্ত করা হবে, সেই তালিকাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কাঁধে রয়েছে সেই দায়িত্ব।

মোট ৩০টি শহরকে তালিকাভুক্ত করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে উত্তর ভারতের অযোধ্যা, দক্ষিণ ভারতের তিরুঅনন্তপুরম, পূর্ব ভারতের গুয়াহাটি, পশ্চিমের ত্রম্বকেশ্বর। ধর্মীয় বা ঐতিহাসিক কারণে যে সব শহরের বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটনে, সেগুলিকেই মূলত তালিকায় রাখা হয়েছে। বিশেষত মহিলা ও শিশুদের যাতে ভিক্ষাবৃত্তি করতে দেখা না যায়, সেটাই নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সেই সব জায়গা চিহ্নিত করতে বলা হচ্ছে, যেখানে ভিখারির সংখ্যা বেশি। ২০২৬-এর মধ্যে সেগুলিকে ভিখারি-মুক্ত করার কথা বলা হচ্ছে। আগামী ২ বছরে আরও একাধিক শহরের নাম এই তালিকাভুক্ত হতে চলেছে। প্রান্তিক মানুষদের সংস্থান করার জন্য SMILE বা সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজেজ নামে যে স্কিম রয়েছে, তার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় একটি পোর্টাল ও একটি মোবাইল অ্যাপ আনছে কেন্দ্রীয় সরকার। সেখানে সব তথ্য থাকবে। ভিখারিদের আশ্রয় দেওয়া হচ্ছে কি না, শিক্ষা দেওয়া হচ্ছে কি না- এই সব আপডেট থাকবে ওই অ্যাপে।

ধর্মীয় কারণে বিখ্যাত এমন ১০টি শহরকে চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল অযোধ্যা, কাংরা, ওমকারেশ্বর, উজ্জ্বয়ীন, সোমনাথ, পাভাগড়, ত্রম্বকেশ্বর, বোধগয়া, গুয়াহাটি, মাদুরাই। পর্যটনের জন্য বিখ্যাত শহরের মধ্যে রয়েছে বিজয়ওয়াড়া, কেভাদিয়া, শ্রীনগর, নামসাই, কুশীনগর, সাঁচি, খাজুরাহো, জয়সলমীর, তিরুঅনন্তপুরম, পুদুচেরী, অমৃতসর, উদয়পুর, কটক, ইন্দোর, সিমলা, তেজপুর।