Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mumbai Incident: ‘প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করবেন না’, শুনেই পুলিশের দিকে তেড়ে এলেন মদ্যপ ব্যক্তি

Mumbai Incident: প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করতে দেখে এক ব্যক্তিতে বারণ করেন এক পুলিশ কর্মী। তারপরই পুলিশ কর্মীর দিকে ছুরি নিয়ে তেড়ে আসেন ওই মদ্যপ ব্যক্তি।

Mumbai Incident: 'প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করবেন না', শুনেই পুলিশের দিকে তেড়ে এলেন মদ্যপ ব্যক্তি
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 12:02 AM

মুম্বই: প্রকাশ্য রাস্তায় প্রস্রাব (Urinating) করছিলেন এক ব্যক্তি। আর তাঁকে চোখে আঙুল দিয়ে ভুল বুঝিয়ে দিতেই তেড়ে এলেন তিনি। ওই ব্যক্তি মদ্যপ অবস্থাতে ছিলেন বলে জানা যায়। তারপর এক পুলিশ কর্মী তাঁকে প্রকাশ্যে প্রসাব করতে বারণ করেন। আর তাতেই রেগে যান ওই ব্যক্তি। এবং ওই পুলিশ কর্মীর উপর চড়াও হন। সোমবার রাতে মুম্বইতে এই ঘটনা ঘটে।

কান্ডিভালি এলাকায় মাতাল অবস্থায় প্রকাশ্য় রাস্তাতেই প্রস্রাব করছিলেন রাম গোন্ডে নামের এক ব্যক্তি। আশপাশের মানুষজন তাঁকে এই অবস্থায় দেখে কিছু অস্বস্তিতে পড়েন। বিষয়টি তাঁদের চোখে ভাল না ঠেকলেও তাঁরা এগিয়ে গিয়ে কিছু বলতে লজ্জাবোধ করেন। তারপর উদয় কাদাম নামের কান্ডিভালি পুলিশ স্টেশনের এক পুলিশ কর্মী ওই মাতাল ব্যক্তিকে বারণ করার উদ্যোগ নেন। আর তাতেই ঘটে গেল বিপত্তি। রামকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখেই তাঁর দিকে এগিয়ে যান পুলিশ কর্মী উদয়। এবং তাঁকে সেই জায়গায় প্রস্রাব করতে বারণ করেন পুলিশ কর্মী।

তবে পুলিশের কথায় কোনওরকম পাত্তাই দেননি রাম। রামের এরকম ভাবলেশহীন প্রতিক্রিয়া দেখে হতবাক হয়ে যান উদয় কাদাম। তিনি রামকে আইনি পদক্ষেপ করার জন্য হুমকিও দেন। তারপরই রাম পকেট থেকে একটি ছুরি বের করেন। তা দিয়ে পুলিশ কর্মীর উপর হামলা চালান। সঙ্গে সঙ্গে রক্ত ক্ষরণ শুরু হয় তাঁর। এই ঘটনার খবর পেয়েই কান্ডিভালি পুলিশ স্টেশন থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোন। সঙ্গে সঙ্গেই রাম গোন্ডেকে গ্রেফতার করা হয়। পুলিশকেও নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।