Vasai: ‘কেন করলে এরকম?’ স্প্যানার দিয়ে প্রাক্তনের মাথা থেতলে দিতে দিতে প্রশ্ন যুবকের
Mumbai murder: 'কেন করলে এরকম?' প্রাক্তন প্রেমিকাকে শেষবার আঘাত করার আগে হিন্দিতে চিৎকার করে বলেছিল সে। তারপর, তার মাথায় স্প্যানার দিয়ে আরও একটা আঘাত। স্প্যানারটা সেখানেই ফেলে মিশে গিয়েছিল ভিড়ের মধ্য়ে। এক বীভৎস ঘটনার সাক্ষী হল মুম্বই শহরতলীর ভাসাই এলাকার মানুষ।
মুম্বই: ‘কেন করলে এরকম?’ প্রাক্তন প্রেমিকাকে শেষবার আঘাত করার আগে হিন্দিতে চিৎকার করে বলেছিল সে। তারপর, তার মাথায় স্প্যানার দিয়ে আরও একটা আঘাত। স্প্যানারটা সেখানেই ফেলে মিশে গিয়েছিল ভিড়ের মধ্য়ে। এক বীভৎস ঘটনার সাক্ষী হল মুম্বই শহরতলীর ভাসাই এলাকার মানুষ। প্রকাশ্য রাস্তায়, প্রেমিকাকে তাড়া করে, স্প্যানার দিয়ে বারংবার আঘাত করে হত্যা করেছিল সে। তাকে ঘিরে ভিড় জমে গিয়েছিল। কিন্তু, তাকে থামানোর কোনও চেষ্টা করেনি কেউ। সকলের সামনেই মেয়েটিকে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ভয়ঙ্কর হিংসার ঘটনাটি ঘটে, মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টা নাগাদ। ভাসাইয়ের পূর্ব চিঞ্চপাড়া এলাকায়। খুনি, ২০ বছরের রোহিত যাদব। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরতি যাদবের। সম্প্রতি, সম্পর্ক ভেঙে দিয়েছিল আরতি। তারপর থেকেই তার উপর চটে ছিল রোহিত। সে সন্দেহ করেছিল, তাঁর পরিবর্তে বোধহয় আরতির সঙ্গে অন্য কোনও পুরুষের সম্পর্ক তৈরি হয়েছে। এই সন্দেহের বশেই আরতির উপর প্রতিশোধ নিতে চেয়েছিল সে।
This is from Vasai, Mumbai MMR. A man without fear of law has killed a woman in broad daylight on a busy street. Thank you Mahajhoothi alliance for making law and order least of your priority & creating a state of lawlessness. pic.twitter.com/VgB1k7i9Sr
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) June 18, 2024
এদিন সকালে আরতি কাজে যাচ্ছিলেন। সেই সময়, রোহিত যাদব পিছন থেকে দৌড়ে এসে তাঁর মাথায় স্প্যানার দিয়ে একটি আঘাত করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই আঘাতের জোরেই মাটিতে ছিটকে পড়েছিল আরতি। একবার তিনি মাথা তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু, রোহিত তার প্রাক্তন প্রেমিকার মাথায় বারবার আঘাত করতে থাকে। যতক্ষণ না আরতির শরীর অবশ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নির্দয়ভাবে আঘাত করে যায় রোহিত। ভিডিয়োতে দেখা গিয়েছে, অন্তত ১৫ বার আরতিকে আঘাত করেছিল সে।
#SHOCKINGVISUALS : A man brutally kills his lover in the middle of the road with Spanner in Vasai, Asks ‘Kyun Kiya Aisa Mere Saath’.
The motive behind the assault was reportedly a recent breakup after a two-year relationship.#Mumbai #Vasai #Murder #Crime #MumbaiMurder… pic.twitter.com/zf139wU2eB
— upuknews (@upuknews1) June 18, 2024
সবথেকে আশ্চর্যের, সেই সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। রোহিত-আরতিকে ঘিরেও ভিড় জমে গিয়েছিল। কিন্তু, সেই ভিড়ের মধ্যে থেকে একজন ছাড়া, কেউই রোহিতকে আটকনোর চেষ্টা করেনি। যো ব্যক্তি রোহিতকে থামাতে গিয়েছিলেন, , যিনি তাকে দূরে ঠেলে দিয়েছিল। স্প্যানার উঁচিয়ে তাকেও মারার হুমকি দিয়েছিল। তারপরই লোকটি পিছিয়ে গিয়েছিলেন। অন্য কেউ এই উন্মত্ত আক্রমণ প্রতিরোধের চেষ্টা পর্যন্ত করেননি। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, আরতির নিথর শরীরের উপর রক্তাক্ত স্প্যানারটি হাতে দাঁড়িয়ে আছে রোহিত। নিচু হয়ে আরতির মুখটা ধরে সে হিন্দিতে চিৎকার করে বলে, “কেন তুমি আমার সঙ্গে এমন করলে, কেন করলে?”
সেই সময়, রোহিত ঘটনাস্থল থেকে চলে গেলেও, একটু পরেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে।