Lalit Khaitan: কলকাতার সেন্ট জেভিয়ার্সের ছাত্র, মদ বিক্রি করে আজ কয়েক’শ কোটির মালিক ললিত খৈতান

Lalit Khaitan: দেশের বিভিন্ন জায়গায় মোট স্থানে ২৮টি প্লান্ট রয়েছে এই সংস্থার। জানা গিয়েছে এই সংস্থায় তৈরি মদ বিশ্বের ৮৫টির বেশি দেশে রফতানি করা হয়। রেডিকো খৈতান-এর আগে এই সংস্থার নাম ছিল রামপুর ডিস্টিলারি অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড।

Lalit Khaitan: কলকাতার সেন্ট জেভিয়ার্সের ছাত্র, মদ বিক্রি করে আজ কয়েক'শ কোটির মালিক ললিত খৈতান
ললিত খৈতানImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 12:29 PM

নয়া দিল্লি: সম্প্রতি দেশের নতুন বিলিয়নেয়ার হিসেবে নাম উঠে এসেছে ললিত খৈতানের। দিল্লির সংস্থা রেডিকো খৈতান চেয়ারম্যান তিনি। ৮০ বছর বয়সী ললিত খৈতান ফোর্বসের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ছুঁয়েছে। তাঁর সংস্থার তৈরি মদ আজ বিশ্বের অন্তত ৮৫টি দেশে রফতানি হয়। এই ব্যবসায়ীর জন্ম কলকাতাতেই। পরবর্তীতে তিনি পড়াশোনাও করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। বর্তমানে তাঁর ছেলে তাঁর সংস্থার এমডি।

শুধু তাই নয়, তাঁর সংস্থার শেয়ার বেড়েছে ৫৯ শতাংশের বেশি। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁর সংস্থার লাভ কীভাবে বেড়েছে। তাঁর সংস্থা রেডিকো খৈতান দেশের বৃহত্তম মদ কোম্পানি। গত দেড় দশকে অন্তত ১৫টি ব্র্যান্ড বাজারে এনেছে ওই সংস্থা। ললিত খৈতানের ছেলে অভিষেক খৈতান প্রায় ২৬ বছর আগে এই ব্যবসার দায়িত্ব নেন। এরপর থেকে আরও বেশি লাভ করেছে সংস্থা।

দেশের বিভিন্ন জায়গায় মোট স্থানে ২৮টি প্লান্ট রয়েছে এই সংস্থার। জানা গিয়েছে এই সংস্থায় তৈরি মদ বিশ্বের ৮৫টির বেশি দেশে রফতানি করা হয়। রেডিকো খৈতান-এর আগে এই সংস্থার নাম ছিল রামপুর ডিস্টিলারি অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। মদের ব্যবসায় উন্নতির কারণে অনেক পুরস্কারও পেয়েছেন ললিত খৈতান।

ললিত খৈতান আজমিরের মেয়ো কলেজ এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেছেন। পরে তিনি বেঙ্গালুরুর বিএমএস কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও অর্জন করেন। তিনি হার্ভার্ড থেকে ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর একটি কোর্সও করেন।