বাংলার মহিলাদের চোখে ‘যন্ত্রণার ভয়াবহ’ ছবি দেখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

বিস্ফোরক টুইট করে বিরোধীদের অভিযোগের ওজন আরও কিছুটা বাড়িয়ে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

বাংলার মহিলাদের চোখে 'যন্ত্রণার ভয়াবহ' ছবি দেখলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: May 06, 2021 | 10:38 PM

কলকাতা: ‘রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সবচেয়ে বেশি নির্যাতিত হতে হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের।’ গত দু’দিন যাবত নাগাড়ে এই অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বৃহস্পতিবার একটি বিস্ফোরক টুইট করে বিরোধীদের সেই অভিযোগের ওজন আরও কিছুটা বাড়িয়ে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। কলকাতা থেকে ফিরে টুইটে তিনি দাবি করেন, বাংলার মেয়েদের চোখে ‘ভয়ের ছবি’ দেখেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে রেখা শর্মার করা এই টুইট যে আগামী সময় বিরোধীদের একটা বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে, সে বিষয়ে সংশয় নেই রাজনীতির কারবারিদের। রেখা শর্মা এ দিন টুইটে লেখেন, “গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম। কিন্তু রাজ্য সরকার আমার এই উপস্থিতি প্রত্যাশা করেনি। তাই হয়তো আমি আনন্দ ভ্রমণে গিয়েছিলাম বলে তারা মনে করেছিলেন। এই দু’দিনের সফরে বাংলার মহিলাদের চোখে আমি যন্ত্রণার ভয়াবহ ছবি দেখেছি।”

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় মৃত ১৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা মমতার

মহিলাদের সঙ্গে কথা বলে যে অভিজ্ঞতার সাক্ষী তিনি হয়েছেন, তার সমস্ত ‘রেকর্ড’ রাখা হয়েছে বলেও জানিয়েছেন রেখাদেবী। একই সঙ্গে এই টুইটে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও তিনি তুলে ধরেছেন। সেই মেসেজটি রাজ্য সরকারের তরফে পাঠানো হয়েছিল বলে দাবি রেখার। মেসেজে লেখা ছিল, যেহেতু বর্তমানে গোটা প্রশাসন কোভিড মোকাবিলার কাজে ব্যস্ত, এবং রাজ্যে আংশিক লকডাউনও করা হয়েছে, সেই কারণে তাঁকে এই মুহূর্তে স্বাগত জানানো সম্ভব হচ্ছে না। কর্মসূচি বাতিল করতে হবে।

আরও পড়ুন: তৃণমূলের জয়ের নেপথ্যে বিরাট ভূমিকা অশোকের, ফাঁস করলেন নিজেই!