গালিগালাজ-জামা ধরে টান, নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে হেনস্থা মত্ত রোগীর

Doctor Assault: ওই রেসিডেন্ট চিকিৎসক জানিয়েছেন, তিনি নাইট ডিউটিতে ছিলেন। রাত সাড়ে তিনটে নাগাদ ৫-৬ জন মদ্যপ যুবক আসেন। এক যুবকের মুখ ফেটে রক্ত বের হচ্ছিল। ওই চিকিৎসক চিকিৎসা শুরু করতেই যুবক গালিগালাজ করতে শুরু করেন।

গালিগালাজ-জামা ধরে টান, নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে হেনস্থা মত্ত রোগীর
হাসপাতালে হেনস্থার শিকার মহিলা চিকিৎসক।Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 18, 2024 | 11:42 AM

মুম্বই: আরজি কর কাণ্ডের পরই প্রশ্ন উঠেছে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। চিকিৎসকদের এই দাবি যে কতটা নায্য, তার প্রমাণ মিলল আবারও। মদ্যপ রোগী ও পরিবারের হাতে হেনস্থার শিকার কর্তব্যরত এক চিকিৎসক। রবিবার সকালেই এই ঘটনা ঘটে। এরপরই চাঞ্চল্য ছড়িয়েছে। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, আজ, রবিবার ভোরে মুম্বইয়ের সিওন হাসপাতালে এক চিকিৎসককে হেনস্থা করে মত্ত রোগী। তার সঙ্গে আসা পরিবারের সদস্যরাও মত্ত অবস্থাতেই ছিল। চিকিৎসা চলাকালীন ওই মহিলা চিকিৎসককে গালিগালাজ ও হেনস্থা করে।

ওই রেসিডেন্ট চিকিৎসক জানিয়েছেন, তিনি নাইট ডিউটিতে ছিলেন। রাত সাড়ে তিনটে নাগাদ ৫-৬ জন মদ্যপ যুবক আসেন। এক যুবকের মুখ ফেটে রক্ত বের হচ্ছিল। ওই চিকিৎসক চিকিৎসা শুরু করতেই যুবক গালিগালাজ করতে শুরু করেন। অভব্য আচরণ করেন মহিলা চিকিৎসকের সঙ্গে। জামা ধরেও টানাটানি করেন। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে আঘাতও পান চিকিৎসক।

ওই মহিলা চিকিৎসক চিৎকার-চেঁচামেচি করতেই রোগী ও তাঁর আত্মীয়রা পালিয়ে যায়। এরপর চিকিৎসক সিওন থানায় গিয়ে এফআইআর দায়ের করেন।