Patanjali: শেয়ার বাজারেও পতঞ্জলির ম্যাজিক, ২০০ দিনেই আয় করল ৯ হাজার কোটি টাকা!
Patanjali Stock Market: বিএসই-র তথ্য অনুযায়ী, পতঞ্জলির শেয়ারের দাম ৫২ সপ্তাহের রেকর্ড হারে বেড়েছে। ২৮ ফেব্রুয়ারি যেখানে শেয়ারের দাম সর্বনিম্ন হয়ে ৫২২.৮১ টাকায় পৌঁছেছিল, সেখানেই তা ১৬ শতাংশ বেড়েছে সম্প্রতি। শেয়ারের দাম ৮৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

মুম্বই: পতঞ্জলির হাত ধরে আয়ুর্বেদকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন রামদেব। শেয়ার বাজারেও পতঞ্জলির ম্যাজিক দেখা যাচ্ছে। মাত্র ২০০ দিনেই পতঞ্জলি ফুডসের শেয়ার ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির মার্কেট ভ্যালু ৯ হাজার কোটি টাকা পার করে গিয়েছে। কোম্পানির আয় বৃদ্ধিতেই শেয়ারেও বৃদ্ধি হয়েছে। বর্তমানে পতঞ্জলি কোম্পানির শেয়ারের দাম ৬০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। এই প্রথমবার কোম্পানি বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দিয়েছে।
বিএসই-র তথ্য অনুযায়ী, পতঞ্জলির শেয়ারের দাম ৫২ সপ্তাহের রেকর্ড হারে বেড়েছে। ২৮ ফেব্রুয়ারি যেখানে শেয়ারের দাম সর্বনিম্ন হয়ে ৫২২.৮১ টাকায় পৌঁছেছিল, সেখানেই তা ১৬ শতাংশ বেড়েছে সম্প্রতি। শেয়ারের দাম ৮৩ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, কোম্পানির শেয়ার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে আরও লাভ দেখা যাবে।
পতঞ্জলি কোম্পানির বর্তমান মার্কেট ভ্যালু বেড়েছে ৯ হাজার কোটি টাকা। ২৮ ফেব্রুয়ারি এর মার্কেট ভ্যালু ছিল ৫৬ হাজার ৮৭২ কোটি টাকা। আজ, ১৮ই সেপ্টেম্বর, কোম্পানির শেয়ার পৌঁছেছে ৬০৫ টাকায়। এরফলে বাজারমূল্য বেড়ে দাড়িয়েছে ৬৫,৮৮৪ কোটি টাকায়।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামিদিনে কোম্পানির শেয়ারের দাম আরও বৃদ্ধি পেতে পারে।
