PM Modi Key Highlights: ‘মালদ্বীপ যদি পারে, ভারতও পারবে’, দ্বীপ-পর্যটন নিয়ে নতুন দিশা দেখালেন নমো
PM Modi Key Highlights: ভার্চুয়ালি ২১ টি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহও।
নয়া দিল্লি: আজ ২৩ জানুয়ারি। দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সম্মান জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরাক্রম দিবস উপলক্ষে এ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি বৃহত্তর দ্বীপের নামকরণ অনুষ্ঠানে ভার্চুয়ারি অংশ নেন মোদী। পরম বীর চক্র সম্মান প্রাপকদের নামে এই ২১ টি দ্বীপের নামকরণের কথা। মোদী এ দিন নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেল উন্মোচন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক নজরে দেখে নিন মোদী ও শাহ কী বললেন:
Key Highlights:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীনতার লড়াইকে এক নতুন দিশা দেখিয়েছিল। সেরকমই এই ক্ষেত্র দেশের বিকাশে নতুন গতি আনবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আমরা দ্রুত গতির অপটিক্যাল ফাইবারের সাহায্যে আন্দামানকে জোড়ার কাজ করছি। এখন আন্দামানেও দেশের অন্যান্য জায়গার মতো দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে গিয়েছে। ডিজিটাল পেমেন্ট ও অন্যান্য ডিজিটাল পরিষেবারও এখানে দ্রুত গতিতে বিস্তার ঘটছে। এর ফলে আন্দামানে আসা পর্যটকদের অনেক লাভ হয়েছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- মলদ্বীপ সহ একাধিক নিজেদের দেশকে আকর্ষণের একটি জায়গা করে তুলেছে। গোটা বিশ্বের একাধিক মানুষ এই জায়গায় পর্যটন ও ব্যবসার টানে সেই জায়গায় গিয়ে ভিড় জমান। এই সামর্থ্য ভারতের দ্বীপের কাছেও রয়েছে। আমরাও দুনিয়াকে অনেক কিছু দিতে পারি। কিন্তু আগে এর উপর কোনও ধ্যান দেওয়া হয়নি। এমনকী আমাদের এখানে কত দ্বীপ রয়েছে তার হিসেবও নেই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- এছাড়াও আরও একটি বড় পরিবর্তন এসেছে। আগে প্রাকৃতিক সৌন্দর্য ও দ্বীপের কথা ভেবেই লোকজন আন্দামানে আসত। কিন্তু এখন তা বদলেছে। আন্দামানের সঙ্গে জড়িত স্বাধীনতার ইতিহাস নিয়েও মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। এখন মানুষ ইতিহাসকে জানার জন্যও এখানে আসছে। এখানে আমাদের সমৃদ্ধ আদিবাসী লোকজনও রয়েছেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- ২০১৯ সালে দেশের মধ্যে যত পর্যটক আন্দামান আসত। ২০২২ সালে তার দ্বিগুণ পর্যটক এখানে এসেছে। ফলে পর্যটনের সঙ্গে জড়িত রোজগার ও আয়ও বেড়েছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- এখন সেনা জওয়ানদের নামে দেশকে জানা যাচ্ছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- যে ২১ টি দ্বীপ আজ নতুন নাম পেয়েছে তার পিছনে একটি গভীর বার্তা লুকিয়ে রয়েছে। এক ভারত ও শ্রেষ্ঠ ভারতের ভাবনা রয়েছে এর পিছনে। দেশের জন্য দেওয়া বলিদানের অমরত্বের বার্তা। এই বার্তা হল ভারতীয় সেনার অদ্বিতীয় শৌর্য্য ও পরাক্রমের বার্তা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আজও কর্তব্য পথে নেতাজির মূর্তি আমাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। আমি মনে করি এই কাজ দেশের হিতের জন্য অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- যখন আজ়াদ হিন্দ ফৌজ গঠনের ৭৫ বছর পূরণ হয়েছে সমগ্র দেশ পতাকা উড়িয়ে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। দর্শকের তরফে নেতাজির সঙ্গে জড়িত সমস্ত ফাইল প্রকাশ্যে আনার দাবি জানানো হচ্ছিল।এই কাজও দেশ সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আগে এগিয়ে নিয়ে গিয়েছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- দেশে গত ৮ থেকে ৯ বছরে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জড়িত এমন হাজার রকম কাজ রয়েছে যা স্বাধীনতার পরপরই হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেই সময় হয়নি। দেশের একটি অংশে স্বাধীন ভারতের প্রথম সরকার ১৯৪৩-তে তৈরি হয়েছিল। তা এখন গোটা দেশ বেশি গৌরবের সঙ্গে স্বীকার করছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- কয়েক দশক ধরে, দেশের সম্ভাবনাকে অবমূল্যায়ন করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, ভারত আধুনিক উন্নয়নের উচ্চতাকে ছুঁতে সক্ষম। ভারতের এই দ্বীপপুঞ্জ বিশ্বকে অনেক কিছু দিতে পারে। কিন্তু আগে এই সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া হয়নি, কোনও পদক্ষেপ করা হয়নি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আজ একবিংশ শতাব্দী দেখছে, স্বাধীনতার পর যে নেতাজি সুভাষকে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, দেশ সেই নেতাজিকে প্রতি মুহূর্তে স্মরণ করছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আজ রস আইল্য়ান্ড নেতাজি সুভাষ দ্বীপ নামে পরিচিত। হ্যাভলক ও নীল আইল্যান্ড স্বরাজ ও শহিদ দ্বীপ হিসেবে নামকরণ হয়ে গিয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল, স্বরাজ ও শহিদ নাম খোদ নেতাজির দেওয়া। স্বাধীনতার পর এই নামকে গুরুত্ব দেওয়া হয়নি। আজ়াদ হিন্দ ফৌজের যখন ৭৫ বছর পূরণ হয়েছে তখন আমাদের সরকার এই নামগুলি পুনঃপ্রতিষ্ঠা করে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আন্দামানের এই ভূমিতেই দেশে প্রথমবার তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল। যেখানে প্রথমবারের মতো স্বাধীন ভারতের সরকার গঠিত হয়েছিল। আজ নেতাজি সুভাষ বসুর জন্মবার্ষিকী। দেশ এই দিনটিকে পরক্রম দিবস হিসেবে পালন করে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আমাদের দ্বীপের নামে ঔপিনবেশিকতা ও দাসত্বের ছাপ ছিল। আমার সৌভাগ্য এই যে ৪ থেকে ৫ বছর আগে আমি যখন পোর্ট ব্লেয়ার গিয়েছিলাম তখন তিনটি প্রধান দ্বীপের নাম ভারতীয়দের নামে নামকরণের সুযোগ পেয়েছিলাম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- এই আন্দামানের ভূমিতেই বীর সাভারকের মতো অগুনতি বীরেরা দেশের জন্য বলিদান দিয়েছেন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি দ্বীপকে পরম বীর চক্র বিজেতাদের নামে জানা যাচ্ছে। যে দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সেখানে এক স্মারকেরও শিলান্যাস হয়েছে। আজকের দিনকে আজ়াদি অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে মনে রাখবে আগামী প্রজন্ম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- সবাইকে পরাক্রম দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নতুন ভোরের আলো এক নতুন ইতিহাস লিখছে। আর যখন ইতিহাস লেখা হয় তখন আগামী শতাব্দী তাঁকে স্মরণ করবে এবং মূল্যায়ণও করবে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- মোদী জি সরকারে আসার পর ২০১৫ সাল থেকে সেনা জওয়ানদের জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। এক দেশ, এক পেনশন স্কিম নিয়ে আসা হয়েছে। আমাদের গোটা প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করার প্রচেষ্টা করা হয়েছে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- তবে দুঃখের বিষয় সুভাষচন্দ্র বোসকে ভুলে যাওয়ার অনেক প্রয়াস করা হয়েছে। তবে কথায় আছে, যাঁরা বীর হয় তাঁদের মানুষের কাছে নিজেকে মনে রাখানোর জন্য কিছু করতে হয় না। তাঁদের বীরত্বই মানুষের কাছে স্মৃতি হয়ে থাকে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- এই নামকরণের দিনেই সুভাষ মার্গের ঘোষণা করা হচ্ছে। এর থেকে ভাল দিন আমরা পাব না। কারণ দেশের স্বাধীনতার ইতিহাসে নেতাজি বাবু ধ্রুব তারার মতো চমকাতে থাকুক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- আজ আমার মতো অনেকেই মনে করেন, এটা সেলুলার জেল নয়। স্বাধীনতার লড়াইয়ের একটি বড় তীর্থস্থান : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্বে গৃহীত সমস্ত সিদ্ধান্ত অবশ্যই স্বীকার করে এবং প্রশংসা করে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা অংশ ছিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- পরম বীর চক্র বিজেতাদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি দ্বীপের নামকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ তাঁদের এই পৃথিবীতে চিরঞ্জীব করে রাখবে। আমার মনে হয় এর ফলে তিন বাহিনীর সেনাকেই উৎসাহিত করবে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- এ দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আজ ভারতীয় সেনার তিন বাহিনীর জন্যই খুব গুরুত্বপূর্ণ দিন। গোটা বিশ্বে কোনও দেশই নিজেদের সেনা জওয়ানদের নামে দ্বীপের নামকরণ করে তাঁদের অবদানের প্রতি সম্মান জানানোর পদক্ষেপ করেনি।”
- ২১ জন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত, যাঁদের নামে আন্দামান ও নিকোবরের দ্বীপগুলির নামকরণ করা হয়েছে তাঁরা হলেন: মেজর সোমনাথ শর্মা; সুবেদার এবং মাননীয় ক্যাপ্টেন (তখন ল্যান্স নায়েক) করম সিং, এমএম; দ্বিতীয় লেফটেন্যান্ট রমা রাঘোবা রানে; নায়ক যদুনাথ সিং; কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং; ক্যাপ্টেন জিএস সালারিয়া; লেফটেন্যান্ট কর্নেল (তৎকালীন মেজর) ধন সিং থাপা; সুবেদার জোগিন্দর সিং; মেজর শয়তান সিং; সিকিউএমএইচ। আবদুল হামিদ; লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপুর; ল্যান্স নায়েক আলবার্ট এক্কা; মেজর হোশিয়ার সিং; দ্বিতীয় লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল; ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন; মেজর রামস্বামী পরমেশ্বরন; নায়েব সুবেদার বানা সিং; ক্যাপ্টেন বিক্রম বাত্রা; লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে; সুবেদার মেজর (তখন রাইফেলম্যান) সঞ্জয় কুমার; এবং সুবেদার মেজর অবসরপ্রাপ্ত (মাননীয় ক্যাপ্টেন) গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব।