PM Modi’s Mother: কেন দিল্লিতে মোদীর কাছে থাকতেন না হীরাবেন? টাকাও নিতেন না ছেলের কাছ থেকে
Heeraben Modi: অনেক কম বয়সেই গৃহত্যাগ করেছিলেন নরেন্দ্র মোদী। তবে মায়ের প্রতি তাঁর টান ছিল বরাবরই। কিছুদিন দিল্লিতে নিজের কাছে এনে রেখেছিলেন মা-কে।
নয়া দিল্লি: সংসারের প্রতি কোনোদিন তেমন টান ছিল না নরেন্দ্র মোদীর (Narendra Modi)। তবে কাজের ফাঁকে সময় পেলেই মায়ের কাছে ছুটে যেতেন প্রধানমন্ত্রী। গত বুধবার মায়ের অসুস্থতার খবর পেয়েও দেরি করেননি তিনি, ছুটে গিয়েছিলেন আমেদাবাদে। তার ঠিক দু দিন পরই এল হীরাবেন মোদীর (Heeraben Modi) মৃত্যুসংবাদ। মায়ের প্রতি টান থাকা সত্ত্বেও কেন দিল্লিতে নিজের কাছে এনে রাখতেন না মোদী? এক সময় এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বছর কয়েক আগে অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন খুব কম বয়সে সংসার ত্যাগ করায় পরিবারের কারও সঙ্গেই তেমন ঘনিষ্ঠতা ছিল না তাঁর। তিনি জানিয়েছিলেন, সংসার ছাড়ার সময় একটু মন খারাপ হয়েছিল ঠিকই, তবে পরবর্তীকালে কাজের ব্যস্ততায় পরিবারকে আর তেমন সময় দিতে পারেননি তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার পর অবশ্য মাকে দিল্লিতে নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন তিনি, রেখেওছিলেন বেশ কয়েকটা দিন। কিন্তু দিল্লিতে থাকলেও মাকে তেমনভাবে সময় দিতে পারতেন না তিনি। প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যেহেতু তিনি সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতেন, তাই মায়ের সঙ্গে অর্ধেক সময় দেখাই হত না তাঁর। খুব কমই একসঙ্গে নৈশভোজের সুযোগ পেতেন। উপরন্তু, প্রধানমন্ত্রীর ফিরতে দেরি হলে, উদ্বিগ্ন হয়ে পড়তেন মা।
কয়েকদিন থাকার পরই হীরাবেন জানিয়েছিলেন তিনি গুজরাটে নিজের বাড়িতেই থাকতে চান। সেখানে পরিচিত মানুষেরা মাঝে মধ্যেই দেখা করতে যান, ফলে সেখানেই খুশি থাকেন তিনি। তাই দিল্লিতে থাকতে চাননি।
ছেলে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কোনওদিন তাঁর কাছ থেকে টাকাও নিতেন না হীরাবেন। ওই সাক্ষাৎকারে মোদী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরও তাঁকে তাঁর মা টাকা দিতেন। কোনওদিন মা কিছু চাইতেন না বলেই জানিয়েছিলেন মোদী।
উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন মোদী। এরপর উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বাড়ি ফিরেছিলেন। আর তারপরই আরএসএসে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী।