Heeraben Modi Photos: মায়ের সঙ্গে আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী, দেখুন কিছু দুর্লভ ছবি

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 7:45 AM
১০০ বছর বয়সে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। তারপর তাঁকে আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

১০০ বছর বয়সে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। তারপর তাঁকে আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

1 / 6
এদিকে গুজরাট নির্বাচনের আগে প্রচারের সময় মায়ের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর গুজরাটের দ্বিতীয় দফার নির্বাচনের আগেও তাঁকে মায়ের সঙ্গে দেখা করতে যান। মায়ের পাশে বসে চায়ে চুমুক দিতেও দেখা গিয়েছিল মোদীকে।

এদিকে গুজরাট নির্বাচনের আগে প্রচারের সময় মায়ের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী। তারপর গুজরাটের দ্বিতীয় দফার নির্বাচনের আগেও তাঁকে মায়ের সঙ্গে দেখা করতে যান। মায়ের পাশে বসে চায়ে চুমুক দিতেও দেখা গিয়েছিল মোদীকে।

2 / 6
এই বছরই ১০০ বছরে পা দেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। গত ১৮ জুন জন্মদিন ছিল তাঁর। ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেছিলেন তিনি। মায়ের জন্মদিন উপলক্ষে গান্ধীনগরে বাসভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মায়ের জন্মদিনও উদযাপন করেছিলেন সেখানে তিনি।

এই বছরই ১০০ বছরে পা দেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। গত ১৮ জুন জন্মদিন ছিল তাঁর। ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেছিলেন তিনি। মায়ের জন্মদিন উপলক্ষে গান্ধীনগরে বাসভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মায়ের জন্মদিনও উদযাপন করেছিলেন সেখানে তিনি।

3 / 6
মায়ের ১০০ তম জন্মদিনে সাদা পাঞ্জাবি পরে মোদীকে গান্ধীনগরের বাসভবনে দেখা যায়। সেখানে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁকে।

মায়ের ১০০ তম জন্মদিনে সাদা পাঞ্জাবি পরে মোদীকে গান্ধীনগরের বাসভবনে দেখা যায়। সেখানে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁকে।

4 / 6
হীরাবেন মোদীর সঙ্গে নরেন্দ্র মোদী

হীরাবেন মোদীর সঙ্গে নরেন্দ্র মোদী

5 / 6
নিজের পোস্টে তিনি লিখেছিলেন, "সংসারের খরচ যোগান দিতে মা বেশ কিছু বাড়িতে বাসন মাজতেন। এর পাশাপাশি চরকাও কাটতেন। তুলোর খোসা ছাড়ানো থেকে শুরু করে সূতো কাটা সব কাজ করতেন তিনি।"  এদিকে মোদীর মায়ের নামে রায়সান এলাকার ৮০ মিটারের রাস্তা নামকরণ করা হয়েছে। এই রাস্তার নাম করা হয়েছে পূজ্য হিরাবা মার্গ।

নিজের পোস্টে তিনি লিখেছিলেন, "সংসারের খরচ যোগান দিতে মা বেশ কিছু বাড়িতে বাসন মাজতেন। এর পাশাপাশি চরকাও কাটতেন। তুলোর খোসা ছাড়ানো থেকে শুরু করে সূতো কাটা সব কাজ করতেন তিনি।" এদিকে মোদীর মায়ের নামে রায়সান এলাকার ৮০ মিটারের রাস্তা নামকরণ করা হয়েছে। এই রাস্তার নাম করা হয়েছে পূজ্য হিরাবা মার্গ।

6 / 6
Follow Us: