নিজের পোস্টে তিনি লিখেছিলেন, "সংসারের খরচ যোগান দিতে মা বেশ কিছু বাড়িতে বাসন মাজতেন। এর পাশাপাশি চরকাও কাটতেন। তুলোর খোসা ছাড়ানো থেকে শুরু করে সূতো কাটা সব কাজ করতেন তিনি।" এদিকে মোদীর মায়ের নামে রায়সান এলাকার ৮০ মিটারের রাস্তা নামকরণ করা হয়েছে। এই রাস্তার নাম করা হয়েছে পূজ্য হিরাবা মার্গ।