Narendra Modi: মায়ের প্রয়াণে আজ বঙ্গ যাত্রা বাতিল প্রধানমন্ত্রীর, বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন ভার্চুয়ালি
Narendra Modi: ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেবেন ভার্চুয়ালি।
কলকাতা: আজ রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমেদাবাদের হাসপাতালে প্রয়াত হয়েছেন মোদীর মা হীরাবেন। সেকারণেই সফর বাতিল। পিএমও সূত্রে জানা যাচ্ছে, ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেবেন ভার্চুয়ালিই। দু’দিন আগেই আমেদাবাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। বার্ধক্যজনিত কারণেই অসুস্থ হয়ে আমেদাবাদে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে বুধবারও হাসপাতালের তরফে জানানো হয়েছিল, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। সেরকম হলে, দুদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১০১ বছর বয়স হয়েছিল প্রধানমন্ত্রীর মায়ের। টুইটে মাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, শুক্রবারই বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। সকাল ১০ টায় বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুত ছিল বাংলা। কিন্তু মায়ের প্রয়াণে বঙ্গ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিন বাংলায় বন্দে ভারত উদ্বোধন-সহ বাংলায় এক গুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। তাঁর যে নির্ধারিত কর্মসূচি, তা তিনি প্রত্যেকটাই করবেন, তবে ভার্চুয়ালি।
শুক্রবার প্রথমে তাঁর বন্দে ভারত উদ্বোধন, তারপর জোকা তারাতলা রুটের মেট্রো উদ্বোধন, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, আইএনএস নেতাজিতে নেতাজি মূর্তিতে মাল্যদান করার কথা ছিল তাঁর। একাধিক একধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা ছিল প্রধানমন্ত্রীর। সব কটিই ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি।