Narendra Modi: গ্রামে গ্রামে ঘুরছে ‘মোদীর গাড়ি’, ঘুষ-কালচারের বিরুদ্ধে কড়া ডোজ় নমোর

Viksit Bharat Sankalp Yatra: বিকশিত ভারত সংকল্প যাত্রার সাফল্য তুলে ধরার সময় প্রধানমন্ত্রী মোদী গ্রামের কৃষকদের কথাও বললেন। জানালেন, যখনই বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি গ্রামে পৌঁছাচ্ছে, তখন কৃষকরা ক্ষেতের কাজকর্ম ফেলে রেখেও সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী বললেন, "গ্রামে গ্রামে একটি বিশাল বিকাশের মহোৎসব চলছে।"

Narendra Modi: গ্রামে গ্রামে ঘুরছে 'মোদীর গাড়ি', ঘুষ-কালচারের বিরুদ্ধে কড়া ডোজ় নমোর
নরেন্দ্র মোদীImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Dec 27, 2023 | 5:20 PM

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলির বিষয়ে আমজনতাকে আরও বেশি অবগত করতে চালু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে মোদী সরকারের এই মহতি উদ্যোগের পথ চলা। এরপর থেকে গোটা দেশে ব্যাপক সারা ফেলে দিয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। প্রচুর মানুষ, বিশেষ করে প্রান্তিক এলাকার মানুষজন ইতিমধ্যেই এর সুবিধাও পেয়েছেন। আজ, বুধবার বিকশিত ভারত সংকল্প যাত্রা থেকে উপকৃত নাগরিকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে তাঁদের সঙ্গে মিশে গেলেন নমো। প্রধানমন্ত্রী বললেন, “এই অভিযান লাগাতার বেড়ে চলেছে। প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে যাচ্ছে। গরিবরা উপকৃত হচ্ছেন। যুব সমাজ থেকে শুরু করে মহিলা এবং বর্ষীয়ান নাগরিকরা, সকলেই মোদীর গাড়ির জন্য অপেক্ষা করে থাকছেন। এই মহান অভিযানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাই।”

গ্রামে গ্রামে বিকাশের মহোৎসব: নমো

বিকশিত ভারত সংকল্প যাত্রার সাফল্য তুলে ধরার সময় প্রধানমন্ত্রী মোদী গ্রামের কৃষকদের কথাও বললেন। জানালেন, যখনই বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি গ্রামে পৌঁছাচ্ছে, তখন কৃষকরা ক্ষেতের কাজকর্ম ফেলে রেখেও সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী বললেন, “গ্রামে গ্রামে একটি বিশাল বিকাশের মহোৎসব চলছে। এখনও ৫০ দিনও হয়নি বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই লাখ লাখ গ্রামে পৌঁছে গিয়েছে এই উদ্যোগ।”

ঘুষ, পরিবারতন্ত্রের কোনও জায়গা নেই, স্পষ্ট বার্তা নমোর

উল্লেখ্য, দেশকে বিকাশের পথে নয়া শিখরে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প ও কর্মসূচি চালু করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রত্যন্ত গ্রামের মানুষরা সেই শুধুমাত্র সেই প্রকল্পগুলি না জানার কারণেই সুবিধা থেকে বঞ্চিত হন। আজ প্রধানমন্ত্রীও বললেন, যে মানুষটি কোনও কারণ বশত কেন্দ্রের সুবিধা এখনও পাননি, তাঁর কাছে সুবিধা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। স্পষ্ট জানালেন, “আমি এই গাড়ি গ্রামে গ্রামে পাঠানোর উদ্যোগ নিয়েছি, কারণ আমি জানিয়ে দিতে চাই, এখানে কোনও ঘুষ দেওয়া-নেওয়ার ব্যাপার নেই। কোনও পরিবারতন্ত্র নেই। যাঁরা এখনও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সুবিধা পাননি, আমি তাঁদের খুঁজছি। সেই কারণেই এই উদ্যোগ।”

মহিলাদের আত্মবিশ্বাস দেখে অভিভূত নমো

প্রধানমন্ত্রী জানালেন, অতীতে যখনই তিনি মানুষের সঙ্গে মিশে গিয়েছেন, তখনই একটি বিষয় তিনি লক্ষ্য করেছেন। তাঁর কথায়,  ‘বর্তমান সময়ে দেশের গরিব, কৃষক, যুব ও মহিলারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের বক্তব্য পেশ করেন। তাঁদের কথা শুনে আমি নিজের মধ্যেও আত্মবিশ্বাসী হয়ে উঠি।’

মানুষের ভরসা বাড়াচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা

প্রধানমন্ত্রী মোদীর কথায়,  এই সংকল্প যাত্রার গাড়ি যেখানে যেখানে যাচ্ছে, সেখানেই স্থানীয় মানুষদের মধ্যে ভরসা বেড়ে যাচ্ছে, তাঁদের আশা পূরণ হচ্ছে। এই সংকল্প যাত্রা শুরুর পর থেকে উজ্জ্বলা গ্যাস যোজনায় সাড়ে ৪ লাখ নতুন আবেদন জমা পড়েছে।

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?