Video: নোটের বান্ডিলের উপর নাচছেন রাহুল, ভিডিয়ো পোস্ট করে কটাক্ষ মোদীর

Modi takes a dig at Congress: বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের হানার বিষয়ে একটি ব্যাঙ্গাত্মক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো রিপোস্ট করে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, গত ৭০ বছর ধরে কংগ্রেস দেশকে লুঠ করে চলেছে।

Video: নোটের বান্ডিলের উপর নাচছেন রাহুল, ভিডিয়ো পোস্ট করে কটাক্ষ মোদীর
টাকা উদ্ধার নিয়ে কংগ্রেস তথা রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ মোদীরImage Credit source: Twitter and AFP
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 2:18 PM

নয়া দিল্লি: ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর ওড়িশার বাড়ি থেকে প্রায় ৩৫০ কোটি টাকার বেহিসেবি নগদ এবং এবং প্রায় ৩ কেজি বেহিসেবি সোনার অলঙ্কার বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। এই বিপুল অবৈধ সম্পদ উদ্ধার নিয়ে চর্চা চলছে গোটা দেশ জুড়ে। স্বাভাবিকভাবেই ব্যাকফুটে রয়েছে কংগ্রেস। এই নিয়ে মঙ্গলবার কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ, মানি হাইস্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, গত ৭০ বছর ধরে কংগ্রেস দেশকে লুঠ করে চলেছে।

এদিন, বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের হানার বিষয়ে একটি ব্যাঙ্গাত্মক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে, যেমন আয়কর দফতরের হাতে বাজেয়াপ্ত ধীরাজ সাহুর বিপুল সম্পদের ভিডিয়ো ফুটেজ রয়েছে, তেমনই ধীরাজ সাহুর সঙ্গে বিভিন্ন সময়ে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গের মতো বিশিষ্ট কংগ্রেস নেতাদের হাত মেলানোর ছবিও রয়েছে। সেই সঙ্গে ভিডিয়োর এক অংশে, ‘মানি হাইস্ট’ সিরিজের ফুটেজে কারিকুরি করে রাহুল গান্ধীর মুখ বসিয়ে দেখানো হয়েছে, টাকার বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছেন কংগ্রেস নেতা।

এই ভিডিয়োটি রিপোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গের ক্যাপশনে তিনি লেখেন, “কংগ্রেস পার্টি থাকতে, ভারতে, আর কার ‘মানি হাইস্ট’ ফিকশনের প্রয়োজন? গত ৭০ বছর ধরে কংগ্রেসের চুরি কিংবদন্তিতে পরিণত হয়েছে। সেই ধারা এখনও চলছে।”

আগেই ধীরজ সাহুর বাড়িতে এই টাকার পাহাড়ের সন্ধান পেয়েছিল পুলিশ। তবে, পরিমাণ এতই বেশি যে আয়কর বিভাগের ৯টি দলকে ৫দিন ধরে গুনতে হয়েছে। ওড়িশার একটি মদ প্রস্তুতকারক সংস্থা ও তার সঙ্গে যুক্ত বিভিন্ন দোকানে আয় বহির্ভূত সম্পত্তির সূত্র ধরেই অভিযান চালানো হয় ধীরজ সাহুর বাড়িতে। তল্লাশির প্রথম দিনই আলমারি ও বাক্স থেকে বিপুল পরিমাণ টাকার বান্ডিল উদ্ধার হয়েছিল। তারপর টাকা গুনতে ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয়েছিল টাকা গোনার যন্ত্র। শেষ পর্যন্ত সব মিলিয়ে ৩৫৩ কোটি টাকার পাওয়া গিয়েছে।