PM Narendra Modi: কতদূর এগোল করমণ্ডলের উদ্ধারকাজ? খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
coromandel Express Accident: কীভাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও জানা যায়নি। ওড়িশার দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি: শুক্রবারের ভয়ঙ্কর রাত। হঠাৎ একটা বিকট শব্দে ধাক্কা। তারপরই তালগোল পাকিয়ে গেল সবকিছু। শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরের (Balasore) কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরপর সংঘর্ষ হয় তিনটি ট্রেনের। প্রথমেই লাইনচ্যুত হওয়া হামসফর এক্সপ্রেসের (Hamsafar Express) দুটি বগির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের (Howrah-Chennai Central Coromandel Express)। সংঘর্ষের পর একই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির (Goods Train) সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। দুমড়ে মুচড়ে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপরে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় এখনও অবধি ২৩৮ জনের মৃত্যুর খবর মিলেছে রেল মন্ত্রক সূত্রে। আহত কমপক্ষে ৬৫০ জন। কীভাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনও জানা যায়নি। ওড়িশার দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজই তিনি রেল মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। সূত্রের খবর, উদ্ধারকাজ, চিকিৎসা সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন তিনি।
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দেন প্রধাবমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ, আহত রোগীদের চিকিৎসার ব্য়বস্থা ও দুর্ঘটনাকে কেন্দ্র করে অন্য়ান্য় বিষয়গুলি খতিয়ে দেখবেন। এই বৈঠকে রেল মন্ত্রক, এনডিআরএফের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে তিনটি ট্রেন- হামসফর এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কমপক্ষে ২৩৮ জনের মৃত্য়ু হয়েছে। আহত কমপক্ষে ৯০০। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের তিনটি দল, ওড়িশা বিপর্যয় র্যাপিড অ্যাকশন ফোর্স ইউনিটের ৪টি দল, দমকলের ১৫টি উদ্ধারকারী দল। ঘটনাস্থলে রয়েছেন কমপক্ষে ৩০ জন চিকিৎসক, ২০০ পুলিশ কর্মী, এমনটাই জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানা। তিনি জানান, বালেশ্বরের দুর্ঘটনাস্থলের আশেপাশের সমস্ত হাসপাতালে আল্যার্ট জারি করা হয়েছে। ঘটনাস্থলে ৬০টি অ্য়াম্বুল্যান্সও রয়েছে উদ্ধার হওয়া আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে আসার জন্য।