Sikkim Road Accident: সিকিমে পথ দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মোদী-মমতার
Sikkim Road Accident: সিকিমে পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে সেনা জওয়ানের। শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
কলকাতা ও নয়া দিল্লি: শুক্রবার উত্তর সিকিমে ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) সম্মুখীন হয় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জন ভারতীয় সেনার। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘সিকিমে পথ দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুতে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে তিনি লিখেছেন, ‘উত্তর সিকিমে দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনায় ১৬ জন ভারতীয় সেনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মৃত সেনাদের পরিবারকে সমবেদনা জানাই। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা ভগবান তাঁদের পরিবারের সদস্যদের দিক। আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
I am deeply saddened by the unfortunate road accident in North Sikkim, claiming the lives of 16 bravehearts of the Indian Army.
Heartfelt condolences to the bereaved families. May God give them strength to bear the irreparable loss. Praying for speedy recovery of the injured.
— Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2022
Pained by the loss of lives of our brave army personnel due to a road mishap in Sikkim. Condolences to the bereaved families. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 23, 2022
প্রসঙ্গত, শুক্রবার সকালে উত্তর সিকিমের ছাতেন থেকে ছাঙ্গুর দিকে রওনা দিয়েছিল ভারতীয় সেনার তিনটি গাড়ির একটি কনভয়। তবে যাত্রাপথের মাঝেই জ়েমার কাছে একটি বাঁক নিতে গিয়ে পিছলে যায় সেই কনভয়ের একটি গাড়ির চাকা। আর নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খাদে পড়ে যায় সেই গাড়ি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন ভারতীয় সেনা। এর মধ্যে তিনজন আধিকারিক পদের এবং বাকি ১৩ জন সাধারণ সেনা জওয়ান বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় চারজন আহতও হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে ঝাপিয়ে পড়া হয়। তড়িঘড়ি আকাশপথে তাঁদের উদ্ধার করে আনা হয়। এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়। ভারতীয় সেনাদের এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা দেশ। রাজনাথ সিং টুইটে শোক প্রকাশ করে লিখেছেন, ‘তাঁদের অঙ্গীকার ও পরিষেবার জন্য তাঁদের উপর কৃতজ্ঞ গোটা দেশ।’