Audit Diwas: ‘একটা সময় অডিটকে আতঙ্ক মনে করা হোত, এখন আর সেদিন নেই’, প্রথম অডিট দিবসে বললেন নরেন্দ্র মোদী
CAG: এদিন ক্যাগের দফতরে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন ক্যাগের দফতরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাগের দফতরে প্রথম অডিট দিবসের অনুষ্ঠানে নমো বলেন, এই সংস্থার গুরুত্ব অপরিসীম। দক্ষতা, উৎপাদন ক্ষমতায় ভ্যালু অ্যাডিশন এই ক্যাগ।
নরেন্দ্র মোদীর কথায়, এই প্রতিষ্ঠান চিন্তাভাবনার, উন্নতি, উন্নয়নের দিগন্ত বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গরিমাকে সবসময় নয়া দিশা দেখায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল যখন দেশে অডিট একটা আশঙ্কা ছিল। ভয়ের সঙ্গে দেখা হতো। সিএজি বনাম সরকার। এটা আমাদের ব্যবস্থার একটা মননে গেঁথে গিয়েছিল। বাবুদের মনে হতো সিএজির লোকজন এরকমই হয়। সব বিষয়ে ওদের গোলমাল নজরে আসে। কিন্তু আজ এই মানসিকতা বদলানো হয়েছে। আজ অডিট ভ্যালু অ্যাডিশনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনারা যা বলেন, সেটাকে নির্দিষ্ট পথে আমরা উন্নত করি। এটাকে আমরা সহযোগিতা হিসাবেই দেখি।”
Addressing the programme to mark Audit Diwas. https://t.co/3Ow7gJ1Kuh
— Narendra Modi (@narendramodi) November 16, 2021
Delhi: PM Narendra Modi inaugurates a statue of Sardar Vallabhbhai Patel at CAG office. He is here to take part in the programme to mark the first Audit Diwas. pic.twitter.com/EYz9EqcVgc
— ANI (@ANI) November 16, 2021
There was a time when audit was seen with suspicion & fear. CAG vs Govt became common mindset of our system. Sometimes officials used to think that CAG sees faults in everything. But today mindset has been changed. Today audit is considered an important part of value addition: PM pic.twitter.com/PqlQcFmtMz
— ANI (@ANI) November 16, 2021
এ প্রসঙ্গে নমো তাঁর গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ের প্রসঙ্গ টেনে বলেন, “আমি যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলাম তখনও নিজের আধিকারিকদের বলতাম আজও তাই বলি, সিএজিতে যে তথ্য, নথি চাওয়া হচ্ছে তা তো অবশ্যই দেবেন। সঙ্গে আপনার কাজের সঙ্গে যুক্ত অন্যান্য ফাইলও ওনাদের দিন। এতে আমাদের জন্য আরও ভাল কাজ করার সুযোগ তৈরি হবে। সেলফ অ্যাসেসমেন্টের কাজ আরও সহজ হয়ে যাবে।”