Delhi Murder Case: দিল্লিতে রহস্যজনকভাবে মৃত দুই পরিচারিকা, তদন্তে পুলিশ

Delhi Murder, পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক নীচে ঘুমোচ্ছিলেন। দুই পরিচারিকা বাড়ির দ্বিতীয় তলে থাকতেন। সেখান থেকে হাত পা বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। প্রথমে পুলিশের অনুমাণ ছিল চুরি উদ্দেশ্যেই এই খুন।

Delhi Murder Case: দিল্লিতে রহস্যজনকভাবে মৃত দুই পরিচারিকা, তদন্তে পুলিশ
পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 1:17 PM

নয়া দিল্লি: দিল্লিতে রহস্যজনকভাবে মৃত দুই মহিলা পরিচারিকা। দক্ষিণ পূর্ব দিল্লির জুঙ্গপুরা এলাকায় ঘটেছে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। জানা গিয়েছে, কর্মসূত্রে তাঁরা দুজন দিল্লিতে থাকলেও আসলে তাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। যে বাড়িতে তাঁরা কাজ করতেন সেখানেই তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে এমনটাই খবর।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই মহিলার বয়স যথাক্রমে ৩৫ ও ৪০। তাঁরা বাংলার দার্জিলিং জেলার বাসিন্দা। চলতি বছরের জুন মাস থেকেই তাঁরা ওই বাড়িতে কাজ করতেন এবং পরিচারিকাদের জন্য নির্দিষ্ট ঘরে থাকতেন। পুলিশ জানিয়েছে, মৃত দুই মহিলার দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশের সিনিয়র আধিকারিক ঈশা পাণ্ডে জানিয়েছেন, সোমবার সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। ফোন করে জানানো হয়, দুই মহিলা পরিচারিকা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যে ব্যক্তি পুলিশে খবর দিয়েছিলেন তিনি জানান ওই দুই পরিচারিকা মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক নীচে ঘুমোচ্ছিলেন। দুই পরিচারিকা বাড়ির দ্বিতীয় তলে থাকতেন। সেখান থেকে হাত পা বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। প্রথমে পুলিশের অনুমাণ ছিল চুরি উদ্দেশ্যেই এই খুন। তবে অনুসন্ধান করে জানা গিয়েছে বাড়ি থেকে কিছু চুরি যায়নি।

তদন্তকারী আধিকারিক ঈশা পাণ্ডে জানিয়েছেন, “ভারতীয় দণ্ড সংহিতার ৩০২ ধারায় খুন ও ৩২ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা সবদিক থেকে এই মামলাটি তদন্ত করে দেখছি আশা করি, দ্রুত দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে।” পুলিশ জানিয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। দিল্লির এইমসে্র মর্গে মৃতদেহ দুটি রাখা রয়েছে।

আরও পড়ুন Audit Diwas: ‘একটা সময় অডিটকে আতঙ্ক মনে করা হোত, এখন আর সেদিন নেই’, প্রথম অডিট দিবসে বললেন নরেন্দ্র মোদী

আরও পড়ুন Road Accident: বিকট শব্দে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, রাস্তায় ছিটকে পড়ল রক্তাক্ত দেহগুলি! নিহত ৬