Bharat Jodo Yatra: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা-য় সামিল লুনা

এ যেন পোষ্য ও রাহুলের পারস্পরিক ভালবাসার প্রকাশ! রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা-য় এবার অত্যুৎসাহে সামিল হয়েছে লুনা।

| Edited By: | Updated on: Jan 07, 2023 | 6:06 PM
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় এবার সামিল সারমেয়ও।  প্রিয়ঙ্কা গান্ধী বঢরার পোষ্য সারমেয় লুনা পদযাত্রায় সামিল হয়েছে।।

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় এবার সামিল সারমেয়ও। প্রিয়ঙ্কা গান্ধী বঢরার পোষ্য সারমেয় লুনা পদযাত্রায় সামিল হয়েছে।।

1 / 7
শনিবার সকালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা হরিয়ানায় প্রবেশ করে। সেখানেই অত্যুৎসাহে পদযাত্রায় সামিল হয়েছে লুনা।

শনিবার সকালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা হরিয়ানায় প্রবেশ করে। সেখানেই অত্যুৎসাহে পদযাত্রায় সামিল হয়েছে লুনা।

2 / 7
কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় ইতিমধ্যে সামিল হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এবার তাঁর পোষ্যও এই যাত্রায় সামিল হল।

কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় ইতিমধ্যে সামিল হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এবার তাঁর পোষ্যও এই যাত্রায় সামিল হল।

3 / 7
ভারত জোড়ো যাত্রার মাঝে বোনের প্রতি দাদার স্নেহের প্রকাশ ইতিমধ্যে ঘটেছে। এবার রাহুলের আরেক দিকের প্রকাশ ঘটল।

ভারত জোড়ো যাত্রার মাঝে বোনের প্রতি দাদার স্নেহের প্রকাশ ইতিমধ্যে ঘটেছে। এবার রাহুলের আরেক দিকের প্রকাশ ঘটল।

4 / 7
লুনা সারমেয় হলেও প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং রাহুল গান্ধীর খুবই প্রিয়। একেবারে পরিবারের সদস্য।

লুনা সারমেয় হলেও প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং রাহুল গান্ধীর খুবই প্রিয়। একেবারে পরিবারের সদস্য।

5 / 7
 ভারত জোড়ো যাত্রা-র মাঝেই লুনার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত রাহুল।

ভারত জোড়ো যাত্রা-র মাঝেই লুনার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত রাহুল।

6 / 7
রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল লুনা।

রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল লুনা।

7 / 7
Follow Us: