AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhagwant Mann: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে লাগাতার খুনের হুমকি, অমৃতপালের বিরুদ্ধে অভিযানের জের?

Death Threat: শুক্রবার দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল টুইটে লেখেন, "পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মেয়েকে আমেরিকায় খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এটা চরম কাপুরুষতার পরিচয়।

Bhagwant Mann: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে লাগাতার খুনের হুমকি, অমৃতপালের বিরুদ্ধে অভিযানের জের?
ভগবন্ত মান ও তাঁর কন্যা। ছবি সোশ্যাল মিডিয়া।
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 6:49 AM
Share

নয়া দিল্লি: প্রাণ সংশয় পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়ের! বিদেশেই খুন করার পরিকল্পনা করা হচ্ছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান(Bhagwant Mann)-র মেয়ে সিরত কৌর(Seerat Kaur)-কে। খালিস্তানপন্থী(Pro-Khalistani)-দের থেকে ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে, শুক্রবার এমনটাই দাবি করলেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। আমেরিকায় ভারতীয় দূতাবাসের কাছে সিরতের সুরক্ষার আর্জিও জানান তিনি। জানা গিয়েছে, সম্প্রতিই খালিস্তানপন্থীদের কাছ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং একাধিক হুমকি ফোন কল পেয়েছেন সিরত।  বিষয়টি সামনে আসার পরই সরব হয়েছে দিল্লির মহিলা কমিশন। পঞ্জাবের খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারের জন্য যে বিশাল অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ, তার প্রতিক্রিয়া হিসাবেই মুখ্যমন্ত্রীর মেয়েকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অনুমান।

মার্চ মাসের শেষ কয়েক সপ্তাহ ধরেই খালিস্তানি নেতা তথা ‘পঞ্জাব দে ওয়ারিস’-র প্রধান নেতা অমৃতপাল সিংকে ধরার চেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ। বেশ কয়েকবার হাতের নাগালে এলেও, শেষ অবধি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং। চলতি সপ্তাহেই একটি ভিডিয়ো পোস্ট করে অমৃতপাল জানিয়েছেন, তিনি আত্মসমর্পণ করবেন না কিছুতেই। এদিকে, খালিস্তানি নেতাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হতেই বিদেশের একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো শুরু করেছে খালিস্তানপন্থী সমর্থকরা। এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মেয়েকে প্রাণনাশের হুমকি দেওয়া হল।

শুক্রবার দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল টুইটে লেখেন, “পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মেয়েকে আমেরিকায় খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এটা চরম কাপুরুষতার পরিচয়। আমি আমেরিকায় ভারতীয় দূতাবাসের কাছে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়ের সুরক্ষা দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, পাটিয়ালার এক আইনজীবীও ফেসবুক পোস্টে দাবি করেন যে খালিস্তান সমর্থকরা আমেরিকায় মুখ্যমন্ত্রী মানের মেয়ে সিরত কৌরকে হেনস্থা করার পরিকল্পনা করেছে। ওই আইনজীবী লেখেন, “ছোটদের এভাবে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ও হেনস্থা করে কি আপনারা খালিস্তান পেয়ে যাবেন… এই ধরনের মানুষেরা শিখ ধর্মের জন্য লজ্জার।”

হুমকি পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ভগবন্ত মানের প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত কৌর গ্রেওয়াল। তাঁর সঙ্গেই আমেরিকায় থাকেন সিরত কৌর।