Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মোদীর চোখের জলে মানুষের প্রাণ বাঁচবে না, অক্সিজেনে বাঁচবে’

দ্বিতীয় তরঙ্গে (Second wave) সরকারের যে ভুল হয়েছে, তা যেন আর না হয়। করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

'মোদীর চোখের জলে মানুষের প্রাণ বাঁচবে না, অক্সিজেনে বাঁচবে'
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 2:20 PM

নয়া দিল্লি: কোভিডের দ্বিতীয় তরঙ্গের মোকাবিলায় ব্যর্থ কেন্দ্র। আগেও এই অভিযোগ বারবার করেছে কংগ্রেস। কিন্তু এ বারের ভুলের পুনরাবৃত্তি যেন আর না হয়। সেই বিষয়ে কেন্দ্রকে সতর্ক করে শ্বেতপত্র প্রকাশ করলেন রাহুল গান্ধী। যদিও রাহুল গান্ধীর দাবি, এই শ্বেতপত্র কেন্দ্রের সমালোচনা করার লক্ষ্যে নয়। তবে ঘুরিয়ে কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল রাহুল। তাঁর দাবি, কোভিডে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ৯০ শতাংশকে বাঁচানো সম্ভব হত। মোদীকে আক্রমণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চোখের জল, মানুষের চোখের জল মোছাতে পারত না, অক্সিজেন পারত।’

কেন্দ্রকে ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি, তৃতীয় ঢেউ থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে এই শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী। এ দিন রাহুল গান্ধী বলেন, ‘আমরা জানি যে করোনার তৃতীয় ঢেউ আসছে। আমরা অনুরোধ করছি যাতে কেন্দ্র তার জন্য যথেষ্ট প্রস্তুতি নেয়।’ তিনি সতর্ক করে আরও বলেন, ‘তৃতীয় তরঙ্গের পরেও আরও ঢেউ আসবে। যে ভাবে করোনা ভাইরাস চরিত্র বদলাচ্ছে তাতে এই সম্ভাবনা প্রবল।’

প্রথমে কি ভুল হয়েছে সেই তথ্য তুলে ধরেছে কংগ্রেস। প্রথম ও দ্বিতীয় তরঙ্গের সংক্রমণে মোদী সরকারের ব্যর্থতার কথা টেনে এনে রাহুল বলেন, এত বেশি মৃত্যু হওয়ার কথা ছিল না। সরকারের প্রস্তুতি থাকলে এমনটা হত না। তাঁর কথায়, ‘দ্বিতীয় ঢেউ অভিপ্রেতই ছিল। সরকার যা ব্যবস্থা নিয়েছে, সেটা মোটেই কাম্য ছিল না।’ তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি প্রসঙ্গে রাহুলের বক্তব্য, হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে হবে, অক্সিজেন মজুত রাখতে হবে। পর্যাপ্ত ওষুধ যাতে পাওয়া যায়, সে দিকেও নজর দিতে হবে।

আরও পড়ুন: প্রশান্তের ‘ফ্রন্ট-গুগলি’র মাঝেই বিরোধী বৈঠক ডাকলেন পাওয়ার! পাশে নেই তৃণমূল

সেই সঙ্গে অবশ্যই টিকাকরণের বিষয়টিতেও জোর দিয়েছেন রাহুল। সোমবার এক দিনে দেশে ৮৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সরকারের সেই পদক্ষেপের প্রশংসা করেন রাহুল। তিনি জানান, ১০০ শতাংশ টিকাকরণ হলে তবেই সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। সেইসঙ্গে কোন ভ্যাকসিনের প্রভাব কেমন হচ্ছে, সে দিকে নজর দেওয়ার কথাও বলেছেন রাহুল।