Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rath Yatra: অমিত শাহের মঙ্গল আরতির মধ্য দিয়ে আহমেদাবাদে শুরু রথযাত্রা

Amit Shah: এদিন ভোরে রথযাত্রা শুরুর আগে জামালপুরে জগন্নাথ মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রথ বেরোনোর আগে মন্দিরে পুজো দিয়ে জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন তিনি।

Rath Yatra: অমিত শাহের মঙ্গল আরতির মধ্য দিয়ে আহমেদাবাদে শুরু রথযাত্রা
আহমেদাবাদের রথের রশিতে টান দিতে উপচে পড়া ভিড়। ছবি সৌজন্য: এএনআই।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 7:45 AM

আহমেদাবাদ: আজ, মঙ্গলবার শুভ রথযাত্রা (Rath Yatra)। পুরীর রথযাত্রা (Puri Rath Yatra)দেশ-বিদেশে প্রসিদ্ধ। তবে সারা দেশেই মহাসমারোহে পালিত হয় এই উৎসব। প্রায় প্রতিটি রাজ্যেই জগন্নাথ মন্দির থেকে রথ বেরোয় এবং সেই রথের রশিতে টান দিতে উৎসুক সাধারণ মানুষ। চিরাচরিত রীতি মেনে এদিন সকালেই রথযাত্রার সূচনা হয়ে গিয়েছে গুজরাটের আহমেদাবাদে। আহমেদাবাদে (Ahmedabad) জগন্নাথ মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মঙ্গল আরতির পরই রাস্তায় বেরিয়েছে জগন্নাথদেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি পৃথক রথ। আর সেই রথের রশিতে টান দিতে রাস্তায় নেমেছে জনতার ঢল।

গুজরাটের আহমেদাবাদের রথযাত্রা বিখ্যাত। আহমেদাবাদের জামালপুর এলাকায় প্রসিদ্ধ জগন্নাথ মন্দির থেকে প্রতি বছরই তিনটি রথ বেরোয়। প্রথম রথে জগন্নাথদেব, দ্বিতীয় রথে বলভদ্র ও তৃতীয় রথে দেবী সুভদ্রার বিগ্রহ থাকে। এই রথযাত্রা ঘিরে আহমেদাবাদ শহরে উৎসবের আমেজ তৈরি হয়। এদিন ভোরে রথযাত্রা শুরুর আগে জামালপুরে জগন্নাথ মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রথ বেরোনোর আগে মন্দিরে পুজো দিয়ে জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন তিনি। তারপরই মন্দির থেকে বেরোয় ৩টি রথ।

Amit Shah at Jagannath temple

জগন্নাথ মন্দিরে আরতি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রথের রশিতে টান দিতে প্রতি বছরই ভোর থেকে জামালপুরের রাস্তায় জনতার ঢল নামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ফলে এই রথযাত্রা ঘিরে আহমেদাবাদ শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।