PM Modi’s US visit: ‘ঐতিহাসিক’ মার্কিন সফর, নিউ ইয়র্ক রওনা দেওয়ার আগে টুইট-বার্তা মোদীর
PM Narendra Modi: ২১ জুন, বুধবার প্রথমে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের (UN) সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ২২ জুন ওয়াশিংটনে হোয়াইট হাউসের তরফে বিশেষ অভ্যর্থনা দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।

নয়া দিল্লি: চারদিনের মার্কিন সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সকালেই নয়া দিল্লি থেকে বিশেষ বিমানে নিউ ইয়র্ক (New York) রওনা দিলেন তিনি। নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক, প্রযুক্তি, উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী। আগামিকাল, বুধবার প্রথমে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের (UN) সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তাই সরাসরি নিউ ইয়র্কেই নামবেন তিনি। সেখানে আন্তর্জাতিক যোগা দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে অংশগ্রহণের পর সন্ধ্যাতেই ওয়াশিংটন উড়ে যাবেন তিনি। ২২ জুন, বৃহস্পতিবার সেখানে বিশেষ অভ্যর্থনা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
#WATCH | Prime Minister Narendra Modi leaves from Delhi for his first official State visit to the United States.
He will attend Yoga Day celebrations at the UN HQ in New York and hold talks with US President Joe Biden & address to the Joint Session of the US Congress in… pic.twitter.com/y6avSoPpkd
— ANI (@ANI) June 20, 2023
এদিন বিশেষ বিমানে নিউ ইয়র্ক রওনা দেওয়ার প্রাক্কালে তাঁর এই মার্কিন সফর প্রসঙ্গে বিশেষ বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি ব্যবসায়ী-নেতাদের সঙ্গে দেখা করার, প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার এবং বিভিন্ন স্তরের চিন্তাশীল নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ পাব। বাণিজ্য, বাণিজ্য, উদ্ভাবন, প্রযুক্তি এবং এই জাতীয় অন্যান্য ক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও গভীর করতে চাই আমরা।”
In USA, I will also get the opportunity to meet business leaders, interact with the Indian community and meet thought leaders from different walks of life. We seek to deepen India-USA ties in key sectors like trade, commerce, innovation, technology and other such areas.
— Narendra Modi (@narendramodi) June 20, 2023
একাধিক কর্মসূচি নিয়ে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একনজরে দেখে নেওয়া যাক মোদীর কর্মসূচি…
২০ জুন প্রথমে নিউ ইয়র্ক পৌঁছবেন নরেন্দ্র মোদী। প্রথমেই তাঁকে অ্যান্ড্রুজ বায়ুসেনা ক্যাম্পে অভ্যর্থনা জানাবেন প্রবাসী ভারতীয়রা। তারপর ২১ জুন নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানের পর ওয়াশিংটন উড়ে যাবেন তিনি। সন্ধ্যায় তাঁকে ব্যক্তিগতভাবে উষ্ণ অভ্যর্থনা জানাবেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবার ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে অফিসিয়ালি প্রধানমন্ত্রী মোদীকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানানো হবে। তারপর দ্বিপাক্ষিক বাণিজ্য, উদ্ভাবন, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। জলবায়ুর পরিবর্তন নিয়েও আলোচনা করবেন। তারপর মার্কিন কংগ্রেস ও সেনেটের প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ওয়াশিংটনে আয়োজিত প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে ১ হাজারের বেশি দর্শক সমাগম হবে বলে মনে করা হচ্ছে। তৃতীয় বিশ্বের নেতা হিসাবে নরেন্দ্র মোদীই প্রথম ব্যক্তিত্ব, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে দ্বিতীয়বার বক্তব্য রাখবেন। এর আগে ২০১৬ সলে ওবামার শাসনকালে এরকম একটি সভায় বক্তব্য রেখেছিলেন তিনি।
২২ জুন সন্ধ্যায় মার্কিন ফার্স্ট লেডি জিল বিডেনও হোয়াইট হাউসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও মার্কিন কংগ্রেসের সদস্য, কূটনীতিক ও সেলিব্রিটিরা উপস্থিত থাকবেন। তারপর ২৩ জুন ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সচিব অ্যান্টনি ব্লিকেনের সঙ্গে যৌথ বৈঠক করবেন মোদী। এছাড়া শিল্পপতি, বিভিন্ন সংস্থার CEO-দের সঙ্গেও বৈঠক করবেন তিনি। তারপর সন্ধ্যায় রোনাল্ড রিয়েগান সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মোদী। এরপর তিনি মিশর উড়ে যাবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই প্রথম মিশর সফর। মূলত, দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতেই মোদীর এই সফর বলে সূত্রের খবর। মিশরের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন মোদী।





