Kaziranga National Park: ভিডিয়ো: সাফারিতে গিয়ে আতঙ্ক, কাজিরাঙায় গণ্ডারের তাড়া পর্যটকদের

Assam: কাজিরাঙা জাতীয় উদ্যানে গণ্ডারে সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। ২ হাজার ৬১৩টি গণ্ডার রয়েছে বলে বন দফতর সূত্রে খবর।

Kaziranga National Park: ভিডিয়ো: সাফারিতে গিয়ে আতঙ্ক, কাজিরাঙায় গণ্ডারের তাড়া পর্যটকদের
পর্যটকদের তাড়া গণ্ডারদের
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 2:22 PM

গুয়াহাটি: জঙ্গলে ঘুরতে গিয়ে অনেকেই নিতে চান সাফারির আনন্দ। সেই ব্যবস্থাও করা হয় বিভিন্ন জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে। হুডখোলা জিপের মতো গাড়িতে করে গাইডরা পর্যটকদের নিয়ে যান জঙ্গল ঘোরাতে। জঙ্গলের মধ্যে দিয়ে ভ্রমণের অভিজ্ঞতায় মুগ্ধ হন অনেকেই। অধিকাংশেরই প্রত্যাশা থাকে জঙ্গলের মধ্যে বন্যপ্রাণীকে সামনে থেকে দেখার। কিন্তু সেই প্রত্যাশা রেখে হতাশও হতে হয় অনেক পর্যটককে। জঙ্গল ঘুরেও সে ভাবে বন্যপ্রাণী দেখা মেলে না। অনেকে আবার গাছের আড়াল থেকে সেভাবে দেখতেও পান না। এর বিপরীত ঘটনাও ঘটে। অনেক সময়ই পর্যটকদের গাড়ির সামনে চলে আসে বন্যপ্রাণী। সে সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখিও হতে হয়। সামনে এসে বন্যপ্রাণী ফের জঙ্গলে ঢুকে পড়লে ভাল। কিন্তু ক্ষেপে গিয়ে জন্তুরা তাড়াও করে পর্যটককে। তখনই হয় বিপত্তি। বন্য প্রাণীর তাড়ায় জঙ্গলে ঘোরার আনন্দ অনেক ক্ষেত্রে প্রাণভয়ে বদলে যায়। সম্প্রতি সে রকমই ঘটনা এক দল পর্যটকের সঙ্গে ঘটেছে অসমে। সে রাজ্যের জাতীয় উদ্যানে ঘুরতে যাওয়া এক দল পর্যটককে তাড়া করেছিল রাইনো। তাও একটু আধটু নয়। প্রায় তিন কিলোমিটার তাড়া করে ওই রাইনো। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে শিহরিত হচ্ছেন নেটিজেনরা।

অসমে রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান। একশৃঙ্গ গণ্ডারের আবাসস্থল উত্তর-পূর্ব ভারতের এই জঙ্গল এলাকা। কাজিরাঙায় ঘুরতে গিয়ে গণ্ডার দর্শনের আশায় সাফারিতে যান অনেকেই। সম্প্রতি সে রকমই সাফারিতে যাওয়া পর্যটকদের তাড়া করেছিল রাইনো। জঙ্গলের মধ্যে পর্যটকদের গাড়ি তাড়া করে গণ্ডারটি। প্রায় তিন কিলোমিটার তাড়া করেছিল বলে জানা গিয়েছে। সেই আতঙ্কে পর্যটকদের আতঙ্কের চিৎকার শোনা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিয়োয়। গণ্ডারের হাত থেকে বাঁচতে দ্রুতগতিতে জিপ চালাচ্ছিলেন চালকরা। অনেক সময় গাড়ির একেবারে কাছেও এসেছিল গণ্ডার। সম্প্রতি অসমের মানস জাতীয় উদ্যানেও এ ধরনের ঘটনা ঘটেছিল।

কাজিরাঙা জাতীয় উদ্যানে গণ্ডারে সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। ২ হাজার ৬১৩টি গণ্ডার রয়েছে বলে বন দফতর সূত্রে খবর। তবে এই ঘটনা দেখে পরিবেশপ্রেমীরা বলছেন। সম্প্রতি জঙ্গলগুলিতে মানুষের যাতায়াত এত বেড়ে গিয়েছে, যাতে বন্যপ্রাণীদের অসুবিধা হচ্ছে। বিরক্ত হয়ে এই কাজ করছে তারা।