Tripura Assembly Election: ক্ষমতা ধরে রাখতে নির্বাচনমুখী ত্রিপুরায় ৮ দিনের রথযাত্রা বিজেপির, ৫ জানুয়ারি সূচনায় শাহ

Tripura Assembly Election: ত্রিপুরায় ৮ দিনের যাত্রা করছে বিজেপি। ৫ জানুয়ারি এই যাত্রার সূচনা করবেন অমিত শাহ।

Tripura Assembly Election: ক্ষমতা ধরে রাখতে নির্বাচনমুখী ত্রিপুরায় ৮ দিনের রথযাত্রা বিজেপির, ৫ জানুয়ারি সূচনায় শাহ
ফাইল ছবি (সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 2:33 PM

আগরতলা: ২০২৩ সালে একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন (Legislative Assembly Election)। সেই তালিকায় রয়েছে উত্তর-পূর্বের ত্রিপুরাও। আর তার জন্য এখন থেকেই কোমর কষছে বিজেপি। আগামী ৫ জানুয়ারি ত্রিপুরায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি বিজেপির রথযাত্রার সূচনা করবেন বলে সূত্রের খবর। রাজ্যে ফের গেরুয়ার ঝড় তুলতে তিনি সবুজ পতাকা হাতে নেবেন তিনি। সুবজ পতাকা নেড়েই সেই রথযাত্রার শুরু হবে।

ত্রিপুরায় আটদিন ধরে চলবে এই রথযাত্রা। উত্তর ত্রিপুরা জেলার ধরমনগর থেকে এই যাত্রা শুরু হবে। রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য শুক্রবার জানিয়েছেন,আগামী ৫ জানুয়ারি দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে একটি শোভাযাত্রায় অংশ নেবেন অমিত শাহ। শাসক দলের তরফে নির্বাচনমুখী রাজ্যে এই যাত্রার নামকরণ হয়েছে ‘জন বিশ্বাস যাত্রা’ । শুধুমাত্র অমিত শাহই নন। এই যাত্রায় অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি যাত্রার শেষদিন অর্থাৎ, ১২ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে যোগদান করবেন।

রাজ্যের মোট ৬০ টি বিধানসভা কেন্দ্র জুড়েই বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’ যাবে। মোট ২০০ টি জনসভা এবং ১০০ টি মিছিল করবে শাসকদল। এই সব জনসভায় রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনগণের সামনে তুলে ধরা হবে। রাজীব ভট্টাচার্য বলেছেন, “‘জন বিশ্বাস যাত্রা’-র সময় প্রায় ১০ লক্ষ মানুষের সঙ্গে জনসংযোগ করা হবে বলে আশা করা হচ্ছে কারণ ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে এই রথযাত্রা যাবে। কেন্দ্রের ও রাজ্যের উন্নয়নমূলক কার্যকলাপ তুলে ধরার জন্য মোট ২০০ টি জনসভা এবং ১০০ টি মিছিল করা হবে।” তিনি আরও জানিয়েছেন, কমপক্ষে ১০ জন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমমন্ত্রীরা এবং বিভিন্ন কেন্দ্রীয় স্তরের নেতারা এই যাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে এই যাত্রাকে বিজেপির অন্য়তম বৃহত্তম রাজনৈতিক অনুষ্ঠান আখ্যা দিয়েছেন রাজ্যের তথ্য় ও সংস্কৃতি (ICA) মন্ত্রী। বিজেপির এই প্রস্তুতি দেখে বলা যেতেই পারে উত্তর পূর্বের রাজ্যে ক্ষমতা ধরে রাখতে এখন থেকেই উদ্যত। বিরোধী দলকে এক চুল জমি ছাড়তে নারাজ তাঁরা।